স্টাফ রিপোর্টার।।
কুমিল্লায় পৃথক দুটি অভিযানে কোটি টাকার ভারতীয় মোবাইল ও চোরাই পণ্য আটক করেছে ১০ বিজিবি। সোমবার দিবাগত রাত এবং ভোররাতে পরিচালিত অভিযানে এসব মালামাল আটক করা হয়।
কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল মীর আলী এজাজ প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, বিবির বাজার বিওপির আওতাধীন কটকবাজার পোষ্টের বিশেষ টহলদল মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা কালে পাচথুবি হাইস্কুল সংলগ্ন স্থান হতে মালিক বিহীন অবস্থায় অবৈধ ভারতীয় ১৭,৯৭০ পিস বিভিন্ন প্রকার বাজি, ৫৮০ পিস শাড়ী, ১৩৫ পিস কাশ্মীরি শাল, ৫৭ পিস শার্ট, ৩৯৬ পিস গেঞ্জি এবং ০১টি মিনি ট্রাক আটক করে। আটককৃত মালামালের আনুমানিক মূল্য ৫৬ লাখ ৩৭ হাজার ৪শ ৫০টাকা।
এদিকে, ১০ বিজিবির আওতাধীন আমানগন্ডা বিওপির বিশেষ টহলদল সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা কালে নোয়াপুর কাচিগাং মাঠ এলাকা হতে মালিক বিহীন অবস্থায় অবৈধ ভারতীয় ২৫টি পুরাতন এবং ৯৬টি নতুন মোবাইল ফোন আটক করা হয়। আটককৃত মোবাইল ফোনের আনুমানিক মূল্য ৫১লাখ ৯৯হাজার ৮শ ৫৪ টাকা।
জব্দকৃত সকল মালামাল বিধি মোতাবেক কাস্টমস এ জমা করা হবে বলে জানিয়েছেন বিজিবি।