হাসিবুল ইসলাম সবুজ।।
দেশের সংকটকালে সকল ভেদাবেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের প্রার্থী, তারেক রহমানের প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানিয়েছেন কুমিল্লা ৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরী।
মঙ্গলবার সন্ধ্যায় নগরীর ৭ নং ওয়ার্ডের গোবিন্দপুর প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনী সমাবেশে প্রধাস অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
তিনি আরো বলেন, দেশী বিদেশি নানা চক্রান্তের মাঝে তারেক রহমান দলটাকে পরিচালনা করছে। মাকে ফেলে, ভাইকে ফেলে তারেক রহমান দেশের চিন্তা করে ফ্যাসিবাদ বিরোধী আন্দলোনে দলের নেতৃত্ব দিয়েছে। তারেক রহমান দীর্ঘদিন ধরে আপনাদের যখন বিভিন্ন কমিটিতে পদ দিলো তখন তারেক রহমান ভালো, এখন আমাকে যখন মনোনয়ন দিলো তখন তারেক রহমান আর ভালো না।
দেশের এই ক্রান্তিলগ্নে আগামী নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। দল আমাকে মনোনয়ন দিয়েছে, আমার সাথে জেলা মহানগরের নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ। তারেক রহমানের সিদ্ধান্ত মেনে নিন, আপনারা (মনোনয়ন বঞ্চিতরা) বেশী লাফাইয়েন না। তারেক রহমানের দৃঢ়চেতা নেতৃত্বে এই দেশ কখনো পথ হারাবে না।
মনোনয়ন বঞ্চিত হাজী ইয়াছিনকে উদ্দেশ্য করে বলেন, শালা ধুলাভাই ছেড়ে খালেদা জিয়ার ধানের শীষে আসুন। তারেক রহমানের সিদ্ধান্ত মেনে নিন। দলের প্রার্থীর পক্ষে প্রচারণায় আসুন।
মনিরুল হক চৌধুরী বলেন, আমি আমি মুক্তিযোদ্ধা করেছি, শেখ মুজিবের শাসন দেখেছি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাসনামল দেখেছি, এরশাদের শাসনামল দেখেছি, গত ১৫ বছর স্বৈরাচার শেখ হাসিনার শোষণ দেখেছি। গত ১৫ বছর আমি ও আমার পরিবার রাজপথে লড়াই সংগ্রাম করেছি, মামলা খেয়েছি জেল খেটেছি। জুলাই এর গণঅভ্যুত্থানে আমারর মাসুম মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রাজপথে লড়াই করেছে আপনারা অনেকেই দেখেছেন। আমি কুমিল্লার মানুষের জন্য সারা জীবন কাজ করেছি। এবার শেষবারের মতো আমাকে একটি সুযোগ দিন। আমি জীবনের শেষ সময়টা কুমিল্লার মানুষের জন্য কাজ করে যেতে চাই।
নির্বাচনী পথসভায় উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, কুমিল্লা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মনিরুল হক সাক্কু, কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বাড়ি আবু, দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক আমিরুজ্জামান আমির, জেলা কৃষক দলের আহ্বায়ক মোস্তফা জামান, মহানগর যুবদলের আহ্বায়ক ফয়সালুর রহমান পাভেল, সদর দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট আক্তার হোসেন, দক্ষিণ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রিয়াজ উদ্দিন রিয়াজ, স্বেচ্ছাসেবক দল মহানগরের ১ নং যুগ্ম আহ্বায়ক আতিক সেলিম রুবেল, দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি নাদিমুর রহমান শিশির, সাবেক কাউন্সিলর খলিলুর রহমান মজুমদার, কাজী মাহবুবুর রহমান প্রমুখ।