১৮৪ বছরে পা রাখলো কুমিল্লা জিলা স্কুল

স্টাফ রিপোর্টার।।
আজ ২০ জুলাই গৌরবের ১৮৩ বছর শেষ করে ১৮৪ বছরে পা রেখেছে কুমিল্লা জিলা স্কুল। এবার করোনা ভাইরাসের প্রাদুর্ভাব থাকায় ঘরোয়াভাবে জন্মদিন পালন করা হয়েছে প্রতিষ্ঠানটির।
১৮৩৭ সালের ২০ জুলাই কুমিল্লা জেলা ম্যাজিস্ট্রেট অফিসের প্রধান করণিক মি. হেনরি জর্জ লাইচেস্টার বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। তখন এটি কুমিল্লা গভর্নমেন্ট স্কুল নামে পরিচিত ছিল। ১৮৩৯ সালের মে মাসে তিনি এ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে নিযুক্ত হন। ১৮৭০ সাল মৃত্যুর পূর্ব পর্যন্ত তিনি এ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। প্রতিষ্ঠালগ্নে ৫ জন ইউরোপিয়ান, ১জন হিন্দু ও ৩জন মুসলমান বিদ্যোৎসাহী ব্যক্তির একটি কমিটির ওপর এর পরিচালনার ভার ন্যস্ত ছিল। ধর্মসাগর দিঘির পাড়ের একটি বাংলোতে প্রথম এর ক্লাস শুরু হয়। পরবর্তীতে স্কুলের পরিধি আরো বিস্তৃত হতে থাকে। ক্রমেই বাড়তে থাকে ছাত্র ও শিক্ষকের সংখ্যা। সে সাথে ভবনের সংখ্যাও ধীরে ধীরে বৃদ্ধি পেতে থাকে। স্কুলটিতে বর্তমানে চারটি ভবন রয়েছে। এগুলো হলো আবু জাহিদ হাউজ, ধীরেন্দ্রনাথ দত্ত হাউজ, কাজী নজরুল ইসলাম হাউজ ও মোতাহের হোসেন হাউজ। ৫ম শ্রেণি থেকে ১০ শ্রেণি পর্যন্ত কয়েকটি শাখায় বিভক্ত করে চালানো হচ্ছে শ্রেণি কার্যক্রম। বর্তমানে বিদ্যালয়ে ২০৫৬জন শিক্ষার্থী ও ৫৩ জন শিক্ষক রয়েছে। বাংলাদেশের যে কোনো আন্দোলন-সংগ্রামে জিলা স্কুলের ছাত্রদেও ব্যাপক ভূমিকা ছিল। কবি, সাহিত্যিক, সাংবাদিক, রাজনীতিবিদ, শিল্পী, সচিব, মন্ত্রী ও বুদ্ধিজীবীসহ অসংখ্য জ্ঞানী-গুণী মাধ্যমিক সম্পন্ন করেছেন এ বিদ্যালয় থেকে। এ বিদ্যালয় থেকে মাধ্যমিক শেষ করেছেন সংগীতজ্ঞ শচীন দেব বর্মন, সংগীত শিল্পী হিমাংশু দত্ত, শিল্পী ও স্বরলিপিকার সুধীন দাশ, শিল্পী আপেল মাহমুদ, সুরকার ও গীতিকার গাজী মাজহারুল আনোয়ার, কেবিনেট সচিব আজিজুল হক, আলী ইমাম মজুমদার, সাবেক সচিব এটিএম শামসুল হক, জাতীয় পতাকার রূপকার শিব নারায়ণ দাশ, বিচারপতি এবিএম খায়রুল হক, বীর উত্তম শহীদ আবু জাহিদ, বীর উত্তম মোহাম্মদ আনোয়ার হোসেন, সাবেক মন্ত্রী গোলাম মোস্তফা ও আজিজুল হক, হাইকমিশনার কামরুল আহসান, দুদকের সাবেক চেয়ারম্যান গোলাম রহমানসহ অসংখ্য গুণী ব্যক্তিত্ব।