ঈদের বাকি পাচঁ দিন;কুমিল্লায় জমে উঠেছে কোরবানির পশুর হাট

মারুফ আহমেদ।।
মুসলমানদের সব চাইতে বড় এবং ধর্মীয় উৎসব কোরবানির ঈদ, পবিত্র ঈদুল আজহা। আর ঈদকে ঘিরে বেশ কয়েকদিন ধরেই চলছে পশু কেনা-বেচার ধুম। কুমিল্লায় ঈদের এক সপ্তাহ আগেই জেলার বিভিন্ন হাটে জমে উঠেছে কোরবানির গরু-ছাগলের হাট। খামারি, গৃহস্থ, ব্যাপারীরা হাট গুলোতে বিক্রির জন্য নিয়ে বসেছেন তাদের পশুগুলো। কোরবানি দাতারাও পরিবার পরিজনসহ উৎসাহ উদ্দীপনা নিয়ে হাটে যাচ্ছেন পছন্দের পশুটি কেনার জন্য।

তথ্যমতে, দুই-এক দিনের মধ্যেই কোরবানির পশুতে পুরোপুরি জমে উঠবে কুমিল্লা নগরীসহ  জেলার ১৭ উপজেলার ৪৩০ টি কোরবানির পশুর হাট। 

শুক্রবার দুপুরে কুমিল্ল সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজী পশুর হাট ঘুরে দেখা যায়,  ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে এ হাটে বিভিন্ন যানবাহনে করে স্থানীয় ও দূর দূরান্ত থেকে খামারি ও গরু ব্যবসায়ীরা গরু, ছাগল, ভেড়া নিয়ে ভিড় জমাতে শুরু করেন। এ হাটে ক্রেতা বিক্রেতাদের উপস্থিতিতে জমে উঠেছে কুরবানী পশুর হাট।

একই দিনে জেলার বুড়িচং উপজেলার ময়নামতি গরুর বাজারেই দেখা যায় একই চিত্র। আশপাশের কয়েকটি গ্রামের ব্যাবসায়ী ও ক্রেতা এ বাজারে ভির জমায়।

তবে গত কয়েক বছর যাবৎ দেখা গেছে কোরবানি দাতারা খামারে ও গৃহস্থের বাড়িতে বাড়িতে গিয়েও কোরবানির পশু কিনছেন। তারা বলছেন, পরিচিত বিশ্বস্তদের মধ্য থেকে গরু কেনার সুবিধা আছে, ক্রয়কৃত পশু ঈদের দিন পর্যন্ত পালনের সুযোগ পাওয়া যায়।

কথা হয় জেলা সদর দক্ষিণ উপজেলার পূর্ব জোড়কানন ইউনিয়নের থেকে ছাগল কিনতে আসা আমিন সরকার নামে এক ব্যাক্তির সাথে তিনি বলেন, কোরবানি পশু হিসেবে এবার ছাগলকে বেছে নিয়েছেন, অন্যান্য বছরের চাইতে এবার দাম একটু বেশি মনে হচ্ছে, তাই সামর্থ্যের মধ্যে যেটা সম্ভব সেটা দিয়েই সাধ্যের মধ্যে পেলে একটা ছাগল ক্রয় করবো।

ময়নামতি বাজারে গরু কিনতে আসা আব্দুস সালাম মিয়া বলেন, চার  ভাগে ৮০ থেকে ৯০ হাজার টাকার মধ্যে একটি গরু কোরবানি দিবো। তাই সাধ্যের মধ্যে পছন্দনীয় ভালো একটি গরু খুঁজছি। তবে দাম বেশি হওয়ায় মিলাতে কষ্ট হচ্ছে। বাজার ঘুরে দেখছি, আজ কিনতে না পারলে দেখি আর তো কয়েকটা বাজার আছে, মিল মতো পাইলে দেখি কিন্না পেলমু।

বাজারে গরু বিক্রি করতে আসা খামারি নূরে আলম বলেন, ‘শখের বসে খামার করেছি। এখন এটা আমার ব্যাবসায় রূপ নিয়েছে। তিনি আরো বলেন, আমার খামারে ৭০/৮০টির মত গরু আছে, আমি সম্পূর্ণ প্রাকৃতিক খাবার খাইয়ে গরু মোটাতাজা করেছি। আমার সকল গরু সুস্থ্য-সবল, গায়ের রং দেখতেও চমৎকার। গোখাদ্যের যে পরিমাণ দাম বাজারে, গরু বিক্রি করে লাভের মুখ দেখতে পাবো কিনা আশংস্কা করছি।

এদিকে জেলা প্রশাসনের তথ্যমতে, কুমিল্লা জেলায় স্থায়ী ও অস্থায়ী মিলে এবছর অন্তত ৪৩০ টি কোরবানির পশুর হাট ইজারা দেয়া হয়েছে। এর মধ্যে স্থায়ী পশুর হাট ৩৬ টি। অস্থায়ী পশুরহাট ৩৯৪ টি। সবচেয়ে বেশি পশুর হাট বসবে মুরাদনগর, বরুড়া চৌদ্দগ্রাম উপজেলায়।
এছাড়া কোরবানির পশুর হাটের ব্যবস্থাপনা নিয়ে কঠোর অবস্থানে আছে জেলা প্রশাসন ও জেলা পুলিশ । 

জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা চন্দন কুমার পোদ্দার জানান, কুমিল্লায় আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে ২লাখ ২১ হাজার পশুর চাহিদার বিপরীতে ২ লাখ ২৯ হাজার পশু পালন করেছে খামারীরা। প্রায় ৮ হাজার পশু অতিরিক্ত থাকবে বলে জানিয়েছেন তিনি।

জেলা পুলিশ সুপার আব্দুল মান্নান জানান, ঢাকা চট্টগ্রাম মহাসড়কে পাশে কোথাও পশুর হাট বসানো যাবে না। ব্যবসায়ীদের কোন হাটে আসতে বাধ্য করা যাবে না। সমগ্র জেলায় হাটগুলোর উপর  আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ নজরদারি থাকবে।
এবং হাসিলের হার উন্মুক্ত অবস্থায় হাটে ঝুলিয়ে রাখতে হবে। ইজারাদাররা পশুর হাটে শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে সচেষ্ট থাকবেন।

কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম বলেন, প্রতিটি হাটে জেলা প্রশাসনের একটি টিমের মাধ্যমে  উপজেলাগুলোতে কোরবানির পশুর হাট  সরকারি হাসিলের মূল্য তালিকা প্রকাশ্যে টানিয়ে দেয়া হবে। এছাড়াও হাটের পরিষ্কার পরিছন্নতা, ভেটেরিনারি চিকিৎসক বসা ও জাল টাকা সনাক্তকরণ মেশিন ব্যবস্থাপনায় কাজ করবে ইজারাদাররা।

ছবি ক্যাপশন – কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতি গরুর বাজার থেকে শুক্রবার বিকালে ছবিটি তোলা।