কুমিল্লায় আটচল্লিশ ঘণ্টায় ৯৯জনের করোনা শনাক্ত

স্টাফ রিপোর্টার।।
গত আটচল্লিশ ঘণ্টার ফলাফলে কুমিল্লায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৯৯জনের। আটচল্লিশ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৪৯০টি আর ফল এসেছে ৩৫৯টির। সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, কুমিল্লায় এ পর্যন্ত নমুনা সংগ্রহ করা হয়েছে ২৩হাজার ৩৪৯টি। সর্বমোট রিপোর্ট প্রাপ্তি ২৩হাজার ১৩২টি। রিপোর্ট প্রাপ্তি সাপেক্ষে আজ কুমিল্লায় আক্রান্তের হার ২৭দশমিক ৫৮শতাংশ। কুমিল্লা সিটি করপোরেশনে ২৭জনসহ নতুন আক্রান্তদের মধ্যে রয়েছে নাঙ্গলকোটের ১০জন, মেঘনা,তিতাস ও হোমনার দুইজন করে, আদর্শ সদর ও লালমাইয়ের একজন করে, মুরাদনগরের ১৪, বরুড়ার ছয়, বুড়িচংয়ের তিন, দেবিদ্বার ও মনোহরগঞ্জের সাতজন করে ও লাকসামের আটজন। জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ৪হাজার ৯১৩জনের। আজ সিটি করপোরেশনে ২৩জনসহ মোট সুস্থ হয়েছে ৮০জন। জেলায় মোট সুস্থ হয়েছে ২হাজার ৮১৩জন করোনা রোগী। বুড়িচংয়ের এক মৃত ব্যক্তির ফল আজ পজিটিভ এসেছে। জেলায় এ পর্যন্ত করোনায় মারা গেছে ১২৯জন।