মাহফুজ নান্টু।।
কুমিল্লায় কয়েক ঘণ্টার বৃষ্টিতে তলিয়ে গেছে নগরীর নিচু এলাকা। এতে পানি ঢুকে পড়েছে বাসাবাড়িতে। রাস্তাঘাট তলিয়ে যাওয়া গন্তব্যে পৌঁছাতে ভোগান্তির শিকার হয়েছেন স্থানীয়রা।
কুমিল্লা আবহাওয়া অফিসের কর্মকর্তা ইসমাইল হোসেন ভূইয়া বলেন, বুধবার ৬টা রাত ৯টা পর্যন্ত ভারী বৃষ্টি হয়েছে। এ সময়ে ১০৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
কুমিল্লা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল ইপিজেডের একটি প্রতিষ্ঠানে চাকুরি করেন নিজাম উদ্দিন রুহিন। তিনি বলেন, ‘সন্ধ্যায় অফিস থেকে বেরিয়ে দেখি রাস্তায় হাঁটু পানি। কোথাও কোথাও কোমর সমান।’
কালিয়াজুড়ি এলাকার বাসিন্দা তপু বলেন, ‘অতিরিক্ত বৃষ্টিতে আমার বাসাবাড়িতে পানি ঢুকেছে।’
কান্দিরপাড় এলাকার ব্যবসায়ী নুরুল হক বলেন, টানা তিন চার ঘণ্টা ধরে বজ্রপাত ও বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। সড়কে পানি জমে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটছে।
কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র মনিরুল হক সাক্কু বলেন, ‘আমরা ড্রেনেজের কাজ করেছি। এখনও কাজ চলমান আছে। আশাকরি ভোগান্তি বাড়বে না।’