কুমিল্লায় তিন হাসপাতাল লকডাউন

স্টাফ রিপোর্টার।।
কুমিল্লা নগরীর ৩টি হাসপাতাল লকডাউন করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় কুমিল্লা জেলা প্রশাসন ও সেনাবাহিনী গিয়ে হাসপাতাল তিনটি লকডাউন করে। লকডাউনকৃত হাসপাতাল তিনটি হল ভিক্টোরিয়া হাসপাতাল, এপসম হাসপাতাল ও এমআরআই পয়েন্ট হাসপাতাল।
জানা যায়, কুমিল্লার দেবীদ্বার উপজেলার বরকামতা ইউনিয়নের বাগুর গ্রামের এক ব্যক্তি করোনার উপসর্গ নিয়ে নগরীর ঝাউতলা এলাকার এপসম হাসপাতালে গিয়ে এক্স-রে ও এমআরআই পয়েন্ট হাসপাতালে পরীক্ষা করান। পরে বাদুরতলা এলাকার ভিক্টোরিয়া হাসপাতালে ভর্তি হন তিনি। সম্প্রতি বাগুর গ্রামে করোনায় আক্রান্ত হয়ে এক ইউপি সদস্য মারা গেছেন। তাই ওই ব্যক্তিকে নিয়ে জেলা করোনাবিষয়ক কমিটির সন্দেহ হয়। পরে কুমিল্লা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন আরা হাসপাতাল তিনটি লকডাউন করেন। এ সময় সেনাবাহিনীর ক্যাপ্টেন সাইফ উদ্দিন উপস্থিত ছিলেন।