স্টাফ রিপোর্টার।।
কুমিল্লায় মঙ্গলবার ৮০জনের করোনা শনাক্ত হয়েছে। জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে পাঁচ হাজার ৩৬০ জনের। এ দিন তিনজনসহ এ পর্যন্ত মোট মারা গেছেন ১৪১ জন। কুমিল্লা সিটি করপোরেশনে ৫৭জনসহ জেলায় এদিন সুস্থ হয়েছে ৩৩৯জন। সর্বমোট সুস্থ হয়েছে তিন হাজার ৫৬৩জন। মঙ্গলবার সিভিল সার্জন অফিস এই তথ্য জানায়।
সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, মঙ্গলবার শনাক্তদের মধ্যে রয়েছে সিটি করপোরেশনের ৩০জন, বুড়িচং ও বরুড়ায় সাতজন করে,চৌদ্দগ্রাম ১০জন,লাকসাম ও মনোহরগঞ্জ চারজন করে,সদর দক্ষিণে দুইজন,ব্রাক্ষণপাড়ায় একজন,মেঘনা,লালমাই ও দাউদকান্দিতে তিনজন করে এবং দেবিদ্বারে ছয়জন আক্রান্ত হয়েছে। কুমিল্লা সিটি করপোরেশনে ও চৌদ্দগ্রামে ৫৭জন করে, আদর্শ সদরে তিনজন, বুড়িচংয়ে পাঁচজন, বরুড়ায় ১৬জন,তিতাসে ৬০জন,দাউদকান্দি ৯৭জন, ব্রাক্ষণপাড়ায় ৪১জন, সদর দক্ষিণে দুইজন ও দেবিদ্বারে একজনসহ এ দিন কুমিল্লায় ৩৩৯ জন সুস্থ হয়েছে। জেলায় ২৪হাজার ৯০৪ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। নমুনার ফল এসেছে ২৪হাজার ৮১০ টি। এ দিন কুমিল্লা নগরী,চান্দিনা ও সদর দক্ষিণে মারা গেছেন তিনজন।