‘কুমিল্লা সিটি নির্বাচন আমাদের প্রথম টেস্ট কেস’

ডেস্ক রির্পোট।।
কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন এই কমিশনের প্রথম টেস্ট কেস বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার আনিছুর রহমান। তিনি বলেন, ‘এটা আমাদের প্রথম টেস্ট কেস। নির্বাচনের আগের দিন থেকে ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা কাজ করবে।’

শরীয়তপুরে শুক্রবার ভোটার তালিকা হালনাগাদ ও স্মার্টকার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
২০২৩ সালের ডিসেম্বর অথবা ২০২৪ সালের জানুয়ারিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার। এ লক্ষ্য নিয়ে নির্বাচন কমিশন কাজ করছে বলেও জানান তিনি।

এ নির্বাচন কমিশনার বলেন, ‘জাতীয় সংসদ নির্বাচনে ইভিএমে ভোট নেয়া হবে- এমন খবর প্রচারিত হচ্ছে। এ নিয়ে বিভিন্ন আলোচনা-সমালোচনা হচ্ছে। পক্ষে-বিপক্ষে কথাবার্তা হচ্ছে। আমরা বিষয়টি পরীক্ষা-নিরীক্ষা করছি।ইভিএমে ভোটগ্রহণের বিষয়টি এখনও চূড়ান্ত নয়। একসঙ্গে ৩০০ আসনে ইভিএমে ভোট নেয়ার সক্ষমতা-সামর্থ্য ও প্রস্তুতি এই মুহূর্তে ইসির নেই।’

জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ওই অনুষ্ঠানের আয়োজন করে প্রশাসন ও জেলা নির্বাচন কার্যালয়।

জেলা প্রশাসক পারভেজ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন পুলিশ সুপার এস এম আশরাফুজ্জামান, জেলা পরিষদের প্রশাসক সাবেদুর রহমান, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোস্তফা ফারুকী, পৌর মেয়র পারভেজ রহমান।

আগামী ১৫ জুন কুমিল্লা সিটির ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। কুমিল্লা সিটির তৃতীয় এ নির্বাচনে ২৭টি ওয়ার্ডের ১০৫টি কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) নির্বাচন অনুষ্ঠিত হবে। এ সিটিতে মোট ভোটার সংখ্যা দুই লাখ ২৯ হাজার ৯২০ জন। এদের মধ্যে নারী ভোটার এক লাখ ১৭ হাজার ৯২ জন। পুরুষ ভোটার এক লাখ ১২ হাজার ৮২৬ জন। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে ২ জন।