মারুফ আহমেদ।।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে
বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত এমপি প্রার্থী কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের রিকশা প্রতীকের মনোনয়ন ফরম ক্রয় করেছেন হাফেজ মাওলানা মোফাজ্জল হোসাইন। বৃহস্পতিবার বিকালে দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম এর কাছ থেকে এ ফরমটি ক্রয় করলেন।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস কুমিল্লা পূর্ব জেলার সহ-সাংগঠনিক সম্পাদক মুফতি জামশেদ হোসাইন হাবিবী, দেবিদ্বার উপজেলা সভাপতি মাওলানা মুজিবুর রহমান, সহ-সভাপতি মুফতি ছানাউল্লাহ, সাধারণ সম্পাদক মুফতি নাজমুল হাসান, সহ-সাধারণ সম্পাদক মুফতি ফয়সাল মাহমুদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা রুহুল আমিন, অর্থ সম্পাদক মাওলানা আখতার হোসাইন, প্রচার সম্পাদক হাফেজ কারী আব্দুল কাইয়ূম, গুনাইঘর উত্তর ইউনিয়ন সভাপতি মুফতি জালালুদ্দিন আশরাফী এবং অর্থ সম্পাদক এরশাদ সরকার।
এছাড়াও বাংলাদেশ খেলাফত মজলিস দেবিদ্বার উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।