কুসিক নির্বাচন: বিএনপি’র দলীয় পদ হতে পদত্যাগ করলেন মেয়রপ্রার্থী কায়সার

নাজমুল সবুজ।।
কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের সহ সাংগঠনিক সম্পাদক ও কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবকদলের সভাপতি নিজাম উদ্দিন কায়সার দল থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। বৃহস্পতিবার দুপুর একটায় নগরীর ধর্মসাগরপাড়স্থ তার বাসভবনে সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।

এর আগে সকাল সাড়ে দশটায় নিজামুদ্দিন কায়সারের মেয়র পদে মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা শাহেদুন্নবী চৌধুরী। এদিকে বিএনপি স্থানীয় সরকারের এসব নির্বাচনে দলীয়ভাবে অংশ না নেওয়ায় নিজাম উদ্দিন কায়সার দল থেকে পদত্যাগ করে কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেন।

তিনি বলেন, বিএনপি নির্বাচনে অংশ নিচ্ছে না, বিএনপির যে যৌক্তিক আন্দোলন এবং নির্বাচন থেকে বিরত থাকার সিদ্ধান্তকে আমিও নীতিগতভাবে সমর্থন করি, কিন্তু দলের নেতাকর্মী এবং বিএনপি সমর্থিত বিপুল সংখ্যক ভোটারের দাবির প্রেক্ষিতে আমি কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিই, পরিপ্রেক্ষিতে কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতির পদ থেকে পদত্যাগ করেছি।

আগামী ১৫জুন এ সিটি কর্পোরেশন নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।