কুমিল্লার পেপার ডেস্ক :
আইপিএল নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে কলকাতা নাইট রাইডার্স বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমানকে দলে নিয়েছে। কিন্তু দুই দেশের কূটনৈতিক সম্পর্কের জেরে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) কেকেআর’কে বলেছে- মুস্তাফিজকে যেন ছেড়ে দেওয়া হয়।
মুস্তাফিজের বদলে বিকল্প ক্রিকেটার নিতে চাইলে তা অনুমোদন করবে বলেও উল্লেখ করেছেন বিসিসিআই এর সেক্রেটারি। গত ডিসেম্বরে বাংলাদেশে দিপু দাস হত্যার প্রতিবাদে মুস্তাফিজকে বাদ দেওয়ার প্রশ্নে ভারতের ক্ষমতাসীন রাজনৈতিক দল বিজেপি সোচ্চার ছিল।
তবে মুস্তাফিজকে এভাবে আইপিএল থেকে ‘বাদ’ দেওয়ার ঘটনায় ক্ষুব্ধ ভারতের সাবেক ক্রিকেটার মদন লাল। ক্রিকেটের মধ্যে এতো রাজনীতি কীভাবে ঢুকল এই প্রশ্ন তোলেন তিনি। জানান যে, ওপর মহলের নির্দেশেই বিসিসিআই এমন সিদ্ধান্ত নিয়েছে।
তিনি বলেন, ‘আমার মনে হয়, বিসিসিআই এমন সিদ্ধান্ত নিয়েছে কারণ, তাদের চ্যালেঞ্জ জানানোর কেউ নেই। শাহরুখ খানেরও নেই, কারণ তিনি বিসিসিআই-এর অধীনে এসে ক্রিকেট দল চালায়। যে কারণে বিসিসিআই এই সিদ্ধান্ত নিতে পেরেছে। কীভাবে ক্রিকেটে এতো রাজনীতি এলো, ক্রিকেট কোন পথে এগোচ্ছে আমি জানি না।’
বোর্ডের ওপর সরকারের চাপ বা প্রভাবের দিকে ইঙ্গিত করে মদন লাল জানিয়েছেন, ওপরের নির্দেশনা অনুযায়ী বিসিসিআই এটা করতে বাধ্য ছিল, ‘বাংলাদেশে যা ঘটেছে তা দুঃখজনক। ওই ঘটনার কারণেই কিন্তু বোর্ড এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। কারণ তাদের ওপর হাই কমান্ডের চাপ ছিল। আবার এও ঠিক ক্রিকেটের সঙ্গে কোটি ভক্তের আবেগ যুক্ত। যে কারণে এমন কঠিন সিদ্ধান্ত বোর্ডকে নিতে হয়েছে।’