ডেস্ক রিপোর্ট।।
অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে ‘ইয়াস’। এর প্রভাবে উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বইছে। লোকালয়ে ঢুকছে জোয়ারের পানি।
ঝড়ো বাতাস বইছে পটুয়াখালী-ভোলাসহ উপকূলীয় এলাকায়। গতরাতে ভোলার লালমোহনের চরছকিনা এলাকায় ঝড়ে গাছ চাপা পড়ে মারা যান কৃষক আবু তাহের। মনপুরার হাজিরহাট এলাকায় জোয়ারের পানিতে ডুবে লামিয়া নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
ডুবে আছে নিম্নাঞ্চল। প্লাবিত হয়ে আছে চরফ্যাশনের ঢালচর ও কুকরী মুকরী ইউনিয়নও। ভাঙা বেড়িবাঁধ মেরামত না হওয়ায় জোয়ারের পানি উপচে প্লাবিত পটুয়াখালীর বিস্তীর্ণ জনপদ। ডুবে গেছে বাগেরহাটের নিম্নাঞ্চল। জোয়ারের পানি ঢুকছে বরগুনার নদী তীরবর্তী এলাকা ও নিম্নাঞ্চলে। ফেনীর সোনাগাজীতে জলোচ্ছ্বাসের সময় ডুবে মারা যাওয়া এক জেলের মরদেহ উদ্ধার হয়েছে।