চৌদ্দগ্রাম প্রতিনিধি
কুমিল্লার চৌদ্দগ্রামে খেলার ছলে পুকুরের পানিতে পড়ে আদিবা আক্তার(২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আদিবা উপজেলার জগন্নাথদীঘি ইউনিয়নের বিজয়করা গ্রামের দুবাই প্রবাসী তৌহিদুল ইসলামের মেয়ে। সোমবার দুপুরে তথ্যটি নিশ্চিত করেছেন নিহতের চাচা সাইদুর রহমান রাসেল।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো সোমবার সকালে আদিবা আক্তার বাড়ির উঠানেই খেলা করছিল। হঠাৎ সে পাশের পুকুরে পড়ে যায়। কিছুক্ষণ খোঁজাখুজির পর দুপুরে তাকে পুকুর থেকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা শেষে আদিবাকে মৃত ঘোষণা করেন।
চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক রবিউল হোসেন বলেন, আদিবা নামের এক শিশুকে হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়েছে।