দুস্থদের জন্য তরুণদের কুরবানি

স্টাফ রিপোর্টার।।
কুমিল্লার মুরাদনগর উপজেলার ধামঘর ইউনিয়নে তরুণদের সামাজিক সংগঠন জাগ্রত সিক্সটিনের উদ্যোগে দুস্থদের জন্য পশু কুরবানি করা হয়।
রোববার গাইটুলী স্কুল মাঠে কুরবানি করে দুস্থদের মাঝে গোস্ত বিতরণ করা হয়। ইউনিয়নের পরমতলা, গাইটুলী, নহল, আড়ালিয়া, রায়তলা, ভুবনঘরের মোট ৬টি গ্রামে মোট ৮০ টি পরিবারের মাঝে কুরবানির গোস্ত বিতরণ করা হয়।
জাগ্রত সিক্সটিনের সভাপতি রাশেদ আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কামরুল হাসানের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন মুরাদনগর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম সরকার। বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগ সভাপতি আবু কাউসার অনিক, মুরাদনগর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক সোহরাব হোসেন বেলাল, যুবলীগ সদস্য আবেদ আলী, টনকী হাইস্কুলের শিক্ষক শাহজালাল, কুমিল্লা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির তরিকুল ইসলাম, ছাত্রনেতা রফিকুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে রফিকুল ইসলাম সরকার বলেন, এমন একটি উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। সামাজিক কার্যক্রমের মাধ্যমে সমাজ বিনির্মাণ সম্ভব। জাগ্রত সিক্সটিনের সকল কার্যক্রমে পাশে থাকবেন।
বিশেষ অতিথি উত্তর জেলা ছাত্রলীগ সভাপতি অবু কাউসার অনিক বলেন, যেটা রাজনৈতিক সংগঠন করতে পারে না, সেটা সামাজিক সংগঠন করতে পারে। সমাজ পরিবর্তনে জনপ্রতিনিধিদের পাশাপাশি সামাজিক সংগঠনগুলো কাজ করলে তবেই সমাজ কাঙ্খিত লক্ষ্যে পৌঁছা সম্ভব।
আরো উপস্থিত ছিলেস, জাগ্রত সিক্সটিনের সহ-সভাপতি আল-আমীন সুমন, হালিম সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক অমিত হাসান, অর্থ সম্পাদক সজীব সরকার, প্রচার সম্পাদক জহিরুল ইসলাম বাবু, সদস্য মোস্তফা, জাহাঙ্গীর, সোহেল, শিহাব, আরিফ, সিরাজ, সাইফুল, শরীফ, আক্তার, বিল্লাল, জাকির, আওলাদ, জাকির ভূইয়া, মনির মোল্লা, লিসান, সৌরভ, অন্তর, আনোয়ার, শাওন ও সজীব প্রমুখ।
উল্লেখ্য- জাগ্রত সিক্সটিন করোনাকালীন ১২০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করে।