পথচারীদের ঝুঁকি নিয়ে চলাচল; কুমিল্লায় রেললাইনের পাশে ভাসমান দোকান

রুবেল মজুমদার।।
ঢাকা-চট্টগ্রাম রেললাইনের কুমিল্লা অংশে প্রায় অর্ধশতাধিক রেলগেটের পাশে বিপজ্জনকভাবে গড়ে উঠেছে অসংখ্য অবৈধ ভাসমান দোকানপাট।
ফলে রেললাইনের উভয় পাশে অবৈধ দোকানপাট থাকায় পথচারীরা জীবনের ঝুঁকি নিয়ে রেললাইনের ওপর দিয়ে চলাচল করতে বাধ্য হচ্ছেন। প্রতিদিন এ রেলরুটে যাত্রী ও মালবাহীসহ ২০টি ট্রেন আসা-যাওয়া করছে। এতে যে কোন সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা।

পূর্বাঞ্চল রেলওয়ে (চট্টগ্রাম) সূত্রে মতে, কুমিল্লায় রেলপথে ১২০ কিলোমিটার এলাকায় শতাধিক অবৈধ লেভেল ক্রসিং রয়েছে। এসব অবৈধ লেভেল ক্রসিংয়ের কারণে ছয় বছরে রেল পথের কুমিল্লা অঞ্চলে প্রাণহানি ঘটেছে প্রায় চার শতাধিক।
রবি ও সোমবার দুপুরে সরেজমিন গিয়েই নগরীর শাসনগাছা এলাকায় দেখাযায়, রেলগেটে বিপজ্জনকভাবে গড়ে উঠেছে বহু অবৈধ দোকানপাট।

রেললাইনের উভয় পাশে দোকানপাট নিয়ে পসরা সাজিয়ে বিক্রেতাদের বসে থাকতে দেখা গেছে। এ অবৈধ দোকানপাট উচ্ছেদ না হওয়ায় শহরবাসী ক্ষোভ প্রকাশ করেছেন।

রেললাইনের উভয় পাশে অত্যন্ত বিপজ্জনকভাবে ফল, হলুদ, মরিচ, শুঁটকি, কাঁচাবাজারসহ প্রায় ৩০ টি দোকান অবৈধ ভাবে গড়ে উঠেছে। অথচ ১ ঘণ্টা পর পরই যাত্রী নিয়ে ট্রেন আসা-যাওয়া করছে।

কুমিল্লা রেলওয়ে পুলিশ বলছে, প্রতিদিন ঢাকা-চট্টগ্রাম রেলরুটে ১০ জোড়া ট্রেন (২০ টি ট্রেন) আসা-যাওয়া করছে।
এঅবস্থায় অবৈধ দোকানি ও ক্রেতারা জীবনের ঝুঁকি নিয়ে ক্রয়-বিক্রয় করছে। এতে যে কোন সময় দুর্ঘটনার আশঙ্কা করছে স্থানীয় বাসিন্দারা।

পথচারী মিজান মোল্লা জানায়, এসব ভাসমান অবৈধ দোকানপাটের জন্য যখন ট্রেন আসে তখন ক্রেতা-বিক্রেতা উভয়ই ঝুঁকির মধ্যে পড়ছেন। এ ছাড়াও রেললাইনের উভয় পাশে দোকানপাট থাকায় পথচারীরা রেললাইনের ওপর দিয়েই চলাচল করতে বাধ্য হচ্ছেন। ফলে ট্রেন এসে পড়লেই অনেকেই ঝুঁকির মধ্যে পড়ে যান। কিন্তু কর্তৃপক্ষ এ অবৈধ দোকানপাট উচ্ছেদ করছে না। ফলে যে কোন সময় ঘটতে পারে বড় দুর্ঘটনা।

কাঁচা বাজার ব্যবসায়ী আলমাছ আলী জানায়, সংসার চালাতে ঝুঁকি নিয়েই রেললাইনের পাশে দোকান নিয়ে বসেছি। বহু বছর ধরে এখানে দোকান করছি।
আরেক দোকানি আসলাম মিয়া বলেন, পেটের তাগিদে এখানে দোকান নিয়ে বসেছি। কর্তৃপক্ষ উচ্ছেদ করে দিলে চলে যাব।

স্থানীয় লোকজনের অভিযোগ, এ সকল দোকানপাট থেকে একটি মহল আর্থিক সুবিধা আদায় করছে বিধায় দোকানপাটগুলো উচ্ছেদ হচ্ছে না।

কুমিল্লা রেলওয়ে ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মোস্তফা কামাল বলেন, আমরা সকল অবৈধ দোকানপাটগুলো উচ্ছেদ করবো।