পশ্চিমবঙ্গে ‘নতুন বাবরি মসজিদ’ তৈরির ঘোষণা

ডিজিটাল ডেস্ক :

তৃণমূল কংগ্রেস রাজ্য সরকারের এমএলএ হুমায়ুন কবিরের বক্তব্যকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক বিতর্ক। শুক্রবার তিনি ঘোষণা দিয়েছেন, ‘আগামী ৬ ডিসেম্বর মুর্শিদাবাদের বেলডাঙায় ‘নতুন বাবরি মসজিদ’র ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। এটি সম্পূর্ণ হতে তিন বছর সময় লাগবে। বিভিন্ন মুসলিম নেতা এ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।’

এই ঘোষণার পর পরই ফুঁসে উটেছে ভারতের ক্ষমতসীন হিন্দুত্ববাদী দল বিজেপির কেন্দ্রীয় ও পশ্চিমবঙ্গের নেতারা।

নতুন বাবরি মসজিদ নির্মাণের বরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া জানিয়ে দলের মুখপাত্র গৌরব ভাটিয়া বলেন, এটি ‘অপরাধমূলক রাজনীতির চূড়ান্ত রূপ’ এবং মমতা ব্যানার্জি ‘হিন্দুদের প্রতি ঘৃণা’ ও ‘অবৈধ অভিবাসীদের প্রতি ‘পক্ষপাত’ দেখাচ্ছেন। রোববার ইন্ডিয়া টুডের প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য।

তিনি আরও দাবি করেন, যখন পুরো দেশ বিশেষত হিন্দুসমাজ অযোধ্যায় রামমন্দির নিয়ে আনন্দ করছে, তখন মমতা ব্যানার্জির নির্দেশেই হুমায়ুন কবির এই ঘোষণা দিয়েছেন। মুখ্যমন্ত্রী মমতা আসন্ন বিধানসভা নির্বাচনে পরাজয়ের আশঙ্কায় আতঙ্কিত।

বিজেপি নেতা ও কেন্দ্রীয় মন্ত্রী সুখান্ত মজুমদার বলেন, এই ঘোষণা মূলত বাংলার হিন্দুদের ‘ভয় দেখানোর’ প্রচেষ্টা। তার মতে, এ ধরনের বক্তব্য রাজ্যের সম্প্রীতি নষ্ট করতেই দেওয়া হচ্ছে।

এছাড়াও উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী কেশব প্রসাদ প্রতিক্রিয়া জানিয়ে বলেন, ‘ভারতের মাটিতে কোনো বিদেশি আক্রমণকারীর নামে একটি ইটও বসতে দেওয়া হবে না।’

তিনি আরও দাবি করেন, দেশে ‘অনুপ্রবেশকারীদের’ বিরুদ্ধে অভিযানে কেন্দ্রীয় সরকার দৃঢ় এবং ২০২৬ সালে পশ্চিমবঙ্গেও বিজেপি সরকার গঠিত হবে।

অন্যদিকে কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী অভিযোগ করেন, মন্দির-মসজিদের নাম করে দুপক্ষই রাজনৈতিক লাভ তুলতে চাইছে। তার বক্তব্য, ‘মসজিদ বা মন্দির নির্মাণে আমাদের আপত্তি নেই। কিন্তু নির্বাচনের আগে ধর্মীয় আবেগকে ব্যবহার করা ঠিক নয়। আমাদের নিশ্চিত করতে হবে, কোনোভাবেই যেন মেরুকরণের রাজনীতি না হয়।’

উত্তরপ্রদেশ কংগ্রেস সভাপতি অজয় কুমার লালুও কবিরের সমালোচনা করেছেন। তিনি বলেন, ‘আমরা স্পষ্ট। আমরা চাকরি, শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা, মহিলা, কৃষক, শ্রমিক, সমতা ও অন্তর্ভুক্তি নিয়ে কথা বলি। কংগ্রেস সর্বদা সংবিধানের কথা বলে এবং নির্বাচনেও এ বিষয়গুলোই মানদণ্ড হওয়া উচিত।’

এরপর বিতর্ক আরও জোরালো হয় বিজেপি নেত্রী উমা ভারতীর মন্তব্যে। সামাজিকমাধ্যম এক্স-এ তিনি লেখেন, যদি আল্লাহ, ইবাদত বা ইসলামের নামে মসজিদ তৈরি হয়, তবে সেটিকে সম্মান জানানো হবে। কিন্তু বাবরের নামে কোনো কাঠামো তৈরি হলে তার পরিণতি হবে অযোধ্যার ঘটনার মতোই।

মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ করে তিনি বলেন, এ ধরনের বক্তব্য দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া মুখ্যমন্ত্রীর দায়িত্ব।

উল্লেখ্য, ১৯৯২ সালের ৬ ডিসেম্বর, বিশ্ব হিন্দু পরিষদ ও এর সহযোগী সংগঠনগুলোর কর্মীদের দ্বারা উত্তরপ্রদেশের অযোধ্যার বাবরি মসজিদ ধ্বংস করা হয়। একটি রাজনৈতিক সমাবেশের সময় হিন্দুকর্মীরা মসজিদটি ভেঙে ফেলার পর ভারতজুড়ে ব্যাপক সাম্প্রদায়িক সহিংসতা ছড়িয়ে পড়ে। এই দাঙ্গা কয়েক মাস ধরে চলে এবং প্রায় দুই হাজার মানুষের প্রাণহানি ঘটায়। হিন্দু জাতীয়তাবাদীদের বিশ্বাস অনুযায়ী, মসজিদটি ভগবান রামের জন্মস্থান বলে বিবেচিত একটি পবিত্র স্থানে নির্মিত হয়েছিল।