গাজী রুবেল, ব্রাহ্মণপাড়া প্রতিনিধি
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় নাগাইশে ফুল সজ্জিত ছাদ খোলা গাড়িতে প্রধান শিক্ষক মোশারফ হুসেনের রাজকীয় বিদায় দেওয়া হয়েছে।
শনিবার (২২ নভেম্বর) সকাল ১০টায় জাহিদুল হোসেন উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকাবাসীর উপস্থিতিতে জমকালো আয়োজনের মধ্য দিয়ে প্রধান শিক্ষক মোশারফ হুসেনের বিদায় জানানো হয়। পরে ফুল সজ্জিত গাড়িতে করে শিক্ষককে বাড়িতে পৌঁছে দেওয়া হয়। এসময় গাড়ির দুই পাশে দাঁড়িয়ে করতালি দিয়ে অভিবাদন জানান বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা।
জানা গেছে, সংবর্ধনা অনুষ্ঠানে প্রথমে পবিত্র কোরআন তেলওয়াতের মাধ্যমে সূচনা হয়। এরপর বিদায় শিক্ষককের উদ্দেশ্যে মানপত্র পাঠ করা হয়। প্রধান শিক্ষক মোশারফ হুসেনের হাতে তুলে দেয়া হয় সম্মানসূচক ক্রেষ্ট ও বিভিন্ন ধরনের উপহার। প্রাক্তন শিক্ষার্থীরা বক্তব্যের মাধ্যমে প্রিয় শিক্ষকের স্মৃতিচারণ করেন। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের দাতা ও প্রতিষ্ঠাতা সদস্য ব্যারিস্টার মাকসুদন নবী। অত্র বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. তোফায়েল আহাম্মদ সরকারের সভাপতিত্বে কুমিল্লা পুলিশ লাইনস উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মো. আসাদুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা শৈলরানী পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষিকা হেলেন জাহারা, চৌয়ারা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. মনিরুল হক খান। স্বাগত বক্তব্য রাখেন প্রাক্তন ছাত্র মোঃ ইউনুস। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক মধ্য থেকে বক্তব্য রাখেন সিনিয়র সহকারী শিক্ষক মো. গোলাম রব্বানী সরকার, সহকারী শিক্ষক সিরাজুল ইসলাম। প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য দেন মো. কামরুজ্জামান ভূইয়া, আবদুন নূর ফেরদৌস, লন্ডন প্রবাসী মোঃ জুয়েল রানা, আমেরিকান প্রবাসী বায়েজিদ রহমান, প্রভাষক মো. শাহজালাল, ডা. মো. ফেরদৌস, মো. আলাউদ্দিন, হেলাল আবনুর রনি, সাংবাদিক গাজী রুবেল ও ডাঃ মো. শাকিল আহমেদ। বর্তমান শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন দশম শ্রেণির শিক্ষার্থী ফারহানা সুলতানা রূপান্তি।
বক্তারা বিদায়ী প্রধান শিক্ষক মোশারফ হুসেনের দীর্ঘ কর্মজীবনের নিষ্ঠা, মানবিকতা, শৃঙ্খলাপরায়ণতা ও বিদ্যালয়ের উন্নয়নে তাঁর অবদানের প্রশংসা করেন। প্রতিষ্ঠানটিতে ৩২ বছরের পথচলায় শিক্ষক, শিক্ষার্থী, স্থানীয় মানুষ ও প্রতিষ্ঠাতা পরিবারের সহযোগিতার স্মৃতিচারণ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন সদ্য অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোশারফ হুসেন।