বিল্লাল হোসেন, বরুড়া।।
কুমিল্লার বরুড়ায় ৩শ পরিবারের মাঝে ত্রান সহায়তা প্রদান করেছে উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেন মজুমদার। উপজেলার শিলমুড়ী দক্ষিন ইউনিয়নের রাজ রাজেশ্বরী উচ্চ বিদ্যালয় মাঠে বৃহস্পতিবার তিনি তার ইতালি প্রবাসী ভাই দেলোয়ার হোসেনের সহযোগিতায় এসব খাদ্য সামগ্রী বিতরন করেন।
খাদ্য সামগ্রী বিতরন কর্মসূচির উদ্বোধন করেন বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আনিসুল ইসলাম। এ সময় সাবেক প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, সমাজ সেবক গোলাফ হোসেন মজুমদারসহ অনেকে উপস্থিত ছিলেন।