জেলা প্রতিনিধি, কুমিল্লা
কুমিল্লা -১০ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী, বিএনপির কেন্দ্রীয় শিল্প বিষয়ক সম্পাদক আবুল কালাম বলেছেন, আমাদের নেতা তারেক রহমান আমাদের দলকে দক্ষতার সাথে নেতৃত্ব দিচ্ছেন। তিনি এই দলকে ভাঙতে দেননি। শেখ হাসিনা বিএনপিকে ভাঙার জন্য জীবন দিয়ে চেষ্টা করেছে, কিন্তু ভাঙতে পারেনি। আমরা দীর্ঘ ১৭ বছর মামলা-হামলা, গুম-খুন সহ্য করেছি, কিন্তু আমরা দল থেকে বিচ্যুত হইনি। আমাদের নেতা তারেক রহমান এই দলকে নেতৃত্ব দিয়ে এই পর্যায়ে এনেছেন।
বুধবার (২৬ নভেম্বর) বিকেলে লাকসাম উপজেলার লাকসাম উপজেলার মুদাফরগঞ্জ দক্ষিণ ইউনিয়নের শ্রীয়াং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ইউনিয়ন বিএনপি আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপোষহীন নেত্রী। ৮০ বছর বয়সে তিনি সাত বছর জেল খেটেছেন। তাকে বারবার চাপ দেওয়া হয়েছিল বিদেশ চলে যাওয়ার জন্য, কিন্তু তিনি রাজি হননি। তিনি বলেছেন বিদেশে আমার কোন ঠিকানা নেই, আমি এই দেশেই থাকবো, তিনি আপোষ করেননি। আজ বেগম খালেদা জিয়া মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
বিএনপির এই কেন্দ্রীয় নেতা বলেন, ২০২৪ সালের জুলাই-আগস্টে যে বিপ্লব, সে বিপ্লবের মহানায়ক তারেক রহমান। বিপ্লব ঘটিয়ে দেশের জনগণের জন্য একটি নির্বাচনের পরিবেশ তৈরি করেছেন। দেশের মানুষের এই ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই করতে গিয়ে বেগম খালেদা জিয়া তার একটি সন্তানকে হারিয়েছেন।
তিনি আরও বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার আরাফাত রহমান কোকোকে নির্যাতন করে মালয়েশিয়া পাঠিয়ে দিয়েছে। সেখানে স্লো পয়জনের মাধ্যমে তাকেও শাহাদাত বরণ করতে হয়েছে। তারপরও দেশনেত্রী বেগম খালেদা জিয়া কিন্তু দেশ ছেড়ে যাননি। দেশের মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে গেছেন।
এসময় উপজেলা ও ইউনিয়ন বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।