বিএনপির প্রার্থী গফুর ভূইয়ার মিডিয়া সেলের বিরুদ্ধে সাংবাদিকের অভিযোগ
জেলা প্রতিনিধি, কুমিল্লা
কুমিল্লা ১০ (লালমাই-নাঙ্গলকোট) আসনে বিএনপির মনোনীত প্রার্থী আব্দুল গফুর ভূইয়া মিডিয়া সেলের বিরুদ্ধে কুমিল্লায় কর্মরত যমুনা টেলিভিশনের সাংবাদিক রফিকুল ইসলাম চৌধুরী খোকনকে মেরে লাশ গুম করে ফেলার হুমকির অভিযোগ উঠেছে।
এ ঘটনায় সোমবার (১৮ নভেম্বর) ভুক্তভোগী সাংবাদিক রফিকুল ইসলাম চৌধুরী খোকন কুমিল্লার নাঙ্গলকোট থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
লিখিত অভিযোগে সাংবাদিক খোকন উল্লেখ করেন, গত রোববার (১৭ নভেম্বর) কুমিল্লা ১০ আসনে মনোনয়ন বঞ্চিতদের নিয়ে সংবাদ প্রকাশ করে যমুনা টেলিভিশন। সেই সংবাদের জের ধরে Goffur Bhuiyan Media Cell, Omar Faruque, Israt Jahan নামক ফেসবুক পেজ এবং আইডি থেকে প্রাণনাশের হুমকি দিয়ে আসছে। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমের এসব ফেসবুক আইডি থেকে তার ফটোকার্ড ব্যবহার করে এবং যমুনা টেলিভিশনের লোগো ব্যবহার করে নানানভাবে মানহানি করা হচ্ছে। পাশাপাশি তার ব্যবহৃত মোবাইল নম্বরে ফোন করে অজ্ঞাত ব্যক্তিরা হত্যা করে লাশ গুম করে ফেলার হুমকিও দিচ্ছেন।
এ বিষয়ে সাংবাদিক রফিকুল ইসলাম চৌধুরী খোকন বলেন, কুমিল্লা ১০ আসনে মনোনয়ন বঞ্চিতদের নিয়ে যমুনা টেলিভিশনে সংবাদ প্রকাশের জেরে আমাকে নানানভাবে হুমকি দেওয়া হচ্ছে। আমি প্রাণনাশের শঙ্কায় আছি। তাই থানায় লিখিত অভিযোগ দিয়েছি।
এ বিষয়ে জানতে কুমিল্লা ১০ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আব্দুল গফুর ভূইয়ার মোবাইল ফোনে বেশ কয়েকবার ফোন করা হলেও মোবাইলে সংযোগ না পাওয়ায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
নাঙ্গলকোট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল হক বলেন, সাংবাদিক রফিকুল ইসলাম চৌধুরী খোকন বাদি হয়ে লিখিত অভিযোগ দিয়েছেন। আমরা বিষয়টি তদন্ত করছি। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।