ব্রাহ্মণপাড়ায় ১০ মামলার আসামী রয়েলসহ গ্রেফতার-৩

গাজী রুবেল, ব্রাহ্মণপাড়া প্রতিনিধি

চুরি-‎ডাকাতির, দস্যুতা ,মাদকসহ ১০ মামলার তিন আসামিকে গ্রেফতার করেছে ব্রাহ্মণপাড়া থানা পুলিশ।

শনিবার (২২ নভেম্বর) রাতে থানা পুলিশের এক বিশেষ অভিযানে আটক করা হয়েছে তাদেরকে। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম। গ্রেফতারের পর কুমিল্লা জেল হাজতে প্রেরণ হয় তাদেরকে।

গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন, মাধবপুর ইউনিয়নের মৃত ছাওয়াল মিয়ার ছেলে মোঃ রয়েল(৩২), ওহেদুল নবী (৩০) এবং মো. মামুন (৩৮)।

থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদ পেয়ে ব্রাহ্মণপাড়া থানা পুলিশের একাধিক দল পৃথকভাবে এ অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম। তাঁর সঙ্গে ছিলেন পরিদর্শক (তদন্ত) টমাস বড়ুয়া, উপপরিদর্শক (এসআই) মেহেদী হাসান জুয়েলসহ থানার অন্যান্য কর্মকর্তারা।
ওসি মোহাম্মদ সাজেদুল ইসলাম বলেন, গ্রেফতার তিন আসামিকে রবিবার (২৩ নভেম্বর) সকালে কুমিল্লা আদালতে পাঠানো হলে আদালত তাদের জেলা হাজতে পাঠানোর নির্দেশ দেন।