কুমিল্লা বুড়িচং উপজেলার ময়নামতি অঞ্চলের প্রবাসী ও দেশে কর্মরত ২০ জন সদস্যে দ্বারা গঠিত, মানবিক সংগঠন ‘ময়নামতি মানবসেবা প্রবাসী সমবায় সমিতি’র চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অসহায় দুস্থদের মাঝে ঈদ সামগ্রী ক্রয়ের জন্য নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। শুক্রবার সকালে শাহদৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এ সময় ময়নামতি মানবসেবা প্রবাসী সমবায় সমিতির সভাপতি মোঃ আনোয়ার হোসেনের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সমাজসেবক ও শিক্ষা অনুরাগী মনির হোসেন সর্দার, লন্ডন প্রবাসী আক্তার আমিন, ময়নামতি ইউপি সদস্য জহিরুল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, ময়নামতি মানবসেবা প্রবাসী সমবায় সমিতির সহ-সভাপতি মারুফ আহমেদ, সিনিয়র সহ-সভাপতি শফিকুল ইসলাম খন্দকার, সাধারণ সম্পাদক আব্দুল মোতালিব, কোষাধক্ষ্য বিল্লাল হোসেন মৈশান।
অনুষ্ঠানে প্রায় শতাধিক লোকের মাঝে ঈদ সামগ্রী ক্রয়ের জন্য নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।
দুস্থদের মাঝে ঈদ সামগ্রী ক্রয়ের জন্য নগদ অর্থ সহায়তা প্রদান অনুষ্ঠানের আয়োজনে যারা ছিলেন, ময়নামতি মানবসেবা প্রবাসী সমবায় সমিতির সদস্য, আনোয়ার হোসেন, শফিকুল ইসলাম, মারুফ আহমেদ, মোহাম্মদ কবির হোসেন, মোঃ আকবর হোসেন, আনোয়ার হোসেন বাদশা, জাকির হোসেন, গোলাম রাসেল, জমাতুল্লাহ, মাহফুজ আলম, আওলাদ সর্দার, জয়নাল আবেদীন, বিল্লাল হোসেন খান, মোহাম্মদ জসিম উদ্দিন, আলী হোসেন, মোহাম্মদ কিরণ, জামাল হোসেন, আব্দুল মোতালিব, বিল্লাল হোসেন মৈশান।