স্টাফ রিপোর্টার।।
বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ কেন্দ্রীয় সভাপতি সাবেক এমপি সাফিয়া খাতুনকে ফুলেল শুভেচ্ছা জানান কুমিল্লা মহানগর শাখার নেতৃবৃন্দ। তিনি শুক্রবার একটি পারিবারিক প্রোগ্রামে অংশ নিতে কুমিল্লায় এলে সার্কিট হাউজে তাকে এ শুভেচ্ছা জানানো হয়। এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক দিলরুবা জামান শেলী, সুরাইয়া বেগম ইভা, হাবিবা ইসলাম লাভলী রহমান প্রমুখ। তাদেরকে শুভেচ্ছা জানান, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ কুমিল্লা মহানগর শাখার সভাপতি সাইফুন্নাহার মিতা, সহ-সভাপতি ডলি সামাদ,সাধারণ সম্পাদক আইরীন আহমেদ,যুগ্ন সম্পাদক সাবিনা শিকদার ও তিলটি সেন গুপ্ত,সাংগঠনিক সম্পাদক নূরজাহান চামেলী এবং দপ্তর সম্পাদক নাজমুন নাহার প্রমুখ।