মাহফুজ নান্টু।।
জনসমাগম বন্ধ রাখাসহ উদ্ভুত পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে নগরীজুড়ে টহল দিচ্ছে পুলিশের কুইক রেসপন্স টিম। মটরবাইক নিয়ে দিনভর কুইক রেসপন্স টিমকে টহল দিতে দেখা যায়।
কোতয়ালী মডেল থানা সূত্রে জানা যায়, ওসি মোঃ আনোয়ারুল হকের নির্দেশনায় পুলিশ পরিদর্শক(তদন্ত) মোহাঃ বিল্লাল হোসেন ও পুলিশ পরিদর্শক (অপারেশন) এস এম আরিফুর রহমানের নেতৃত্বে কুমিল্লা শহরের বিভিন্ন স্থানে গিয়ে যেকোনো পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপ্রয়োজনে রাস্তায় ঘুরাঘুরি করা থেকে মানুষকে নিবৃত্ত করা ও নিত্য প্রয়োজনীয় দোকান ব্যতীত সকল দোকান বন্ধ করার ব্যবস্থা করার জন্য কুইক রেসপন্স টিম নগরীতে তাদের টহল পরিচালনা করছে। দিনভর নগরীর জনবহুল এলাকা কাপ্তানবাজার, চাঁনপুর, শুভপুর ও টিক্কারচর হয়ে সংরাইশ বাজগড্ডা দিয়ে পুলিশের কুইক রেসপন্স টিমের মটর বাইক বহর টহল দেয়। এ সময় যেখানে জনসমাগম দেখা গেছে সেখানেই কুইক রেসপন্স টিম তাদের টহল থামিয়ে সাধারণ মানুষদের বুঝিয়ে ঘরে ফেরানোর চেষ্টা করেছেন৷ চা দোকানীদের আহবান জানিয়েছেন দোকান বন্ধ রাখার জন্য।
টহলের বিষয়ে কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃআনোয়ারুল হক জানান, করোনার প্রভাবে এখন খারাপ সময় যাচ্ছে। এ সময়টাতে জনসমাগম হ্রাস করতে হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে হবে। পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম স্যারের নির্দেশে এ বিষয়গুলোর ধারাবাহিকতা বজায় রাখাসহ আরো বেশ কয়েকটি বিষয়ে কুইক রেসপন্স টিম নগরীজুড়ে টহল দিচ্ছে। এটা কোতয়ালী থানা পুলিশের নিয়মিত কাজের অংশ।