মিরপুরে ছিনতাইকৃত ১৫টি গরুসহ ট্রাক আটক

এন এ মুরাদ, মুরাদনগর।।
ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি এলাকা থেকে ১৫ টি গরুসহ ছিনতাই হওয়া একটি ট্রাক আটক করেছেন মিরপুর হাইওয়ে পুলিশ।
মঙ্গলবার ভোর ৪ঃ৩০ মিনিটে কুমিল্লা -সিলেট অাঞ্চলিক মহাসড়কের মাধবপুর থেকে গরুবাহী ট্রাকটি আটক করা হয়।
হাইওয়ে পুলিশ ফাঁড়ি সূত্রে জানাযায়, বগুরা থেকে বগুড়া ড-১১-২১৪১ নং একটি ট্রাক ১৫টি গরু নিয়ে চট্টগ্রামে যাওয়ার সময় দাউদকান্দি এসে ছিনতাই হয়। বিষয়টি জানতে পারলে কুমিল্লা রিজিয়ন হাইওয়ে পুলিশ সুপার মোঃ নজরুল ইসলাম বিপিএম,পিপিএম, তাৎক্ষণিক কুমিল্লার সব কয়টি পুলিশ ফাঁড়িকে চেক পোস্ট বসিয়ে তল্লাশি করার নির্দেশ দেন।
এরই ধারাবাহিকতায় মিরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুর রব তার সঙ্গীয় ফোর্সদের নিয়ে কুমিল্লা সিলেট আঞ্চলিক মহাসড়কের মাধবপুর এলাকায় চেকপোস্ট বসিয়ে রাতভর গাড়ি তল্লাশি করতে থাকেন। একপর্যায়ে ভোর সাড়ে ৪ টার দিকে চেকপোস্টের অদূরে পুলিশ দেখে গাড়িটি রেখে ছিনতাইকারী চক্র ও ড্রাইভার হেলপার পালিয়ে যান।
পরবর্তীতে গরুগুলো মালিকের সনাক্ত মতে দাউদকান্দি হাইওয়ে থানার নিকট হস্তান্তর করেন।

এব্যাপারে মিরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুর রব বলেন, কুমিল্লা রিজিয়ন পুলিশ সুপার নজরুল ইসলাম বিপিএম,পিপিএম মহোদয়ের দেয়া তথ্যের ভিত্তিতে চেকপোস্ট বসিয়ে তল্লাশি করার সময় গাড়িটি ফেলে রেখে ছিনতাইকারীরা পালিয়ে যায়। এসময় ১৫টি গরুসহ গাড়িটি উদ্ধারপূর্বক দাউদকান্দি হাইওয়ে থানার নিকট হস্তান্তর করা হয়। দাউদকান্দি হাইওয়ে থানায় মামলা প্রক্রিয়াধীন।