মুরাদনগরে আক্রান্ত ১৬২ জন, হতে পারে লকডাউন

এন এ মুরাদ,মুরাদনগর।
কুমিল্লা জেলার মধ্যে করোনা সংক্রমণের দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে মুরাদনগর উপজেলা। এ উপজেলায় ৯ জুন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ১৬২ জন।
৬৬ দিনের সাধারণ ছুটি শেষে গত ৩১ মে থেকে সারাদেশে সীমিত পরিসরে গণপরিবহন চলাচলের অনুমতি দেওয়া হয়। তারপর থেকে সারাদেশে করোনা আক্রান্তের রোগী বাড়তে থাকে। করোনা সংক্রমণ বৃদ্ধিকে নিয়ন্ত্রণে আনতে স্বাস্থ্য মন্ত্রণালয় এলাকা ভিত্তিক লকডাউন করার একটি পরিকল্পনা গ্রহণ করে।
সরকারের এটুআই প্রকল্পের দেয়া তথ্য অনুসারে স্বাস্থ্য মন্ত্রণালয় ৫০ জেলাকে লাল, হলুদ ও সবুজ তিনটি ভাগে বিভক্ত করে এলাকাভিত্তিক লকডাউনের কাজ শুরু করেছে।
বিশেষজ্ঞদের ধারণা এই লকডাউনের অংশবিশেষ হতে পারে মুরাদনগর উপজেলা। কেননা মুরাদনগর উপজেলায় করোনা রোগী বেড়ে চলছে। গণপরিবহন ও বাজার হাটে মানুষ স্বাস্থ্য বিধি না মেনে চলাচল করছে। আর হাত ধৌত করার বিষয়টিও চালু নেই।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, মুরাদনগরে সর্বমোট করোনায় আক্রান্ত হন ১৬২ জন। মৃত্যু হয়েছে ৭ জন, সুস্থ হয়েছে ২০ জন।