মেঘনায় সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতি: পরিবারকে বেঁধে লক্ষ টাকার স্বর্ণ-রিয়াল লুট

জাহাঙ্গীর আলম, মেঘনা প্রতিনিধি

কুমিল্লা মেঘনা উপজেলা চন্দনপুর ইউনিয়নের বড় সাপমারা গ্রামে ডাকাতির ঘটনা ঘটেছে। পরিবারকে বেঁধে লাখ টাকার স্বর্ন-গহনাসহ লাখ টাকার মূল্যবান সম্পদ লুট করে নিয়ে গিয়েছে ডাকাতের দল।

গতকাল রাতে আনুমানিক দুইটা দিকে সৌদি প্রবাসী আব্দুল জলিলের বসত বাড়িতে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সাথে কথা বলে জানা যায়, গতকাল রাতে হঠাৎ করে একদল ডাকাত আব্দুল জলিলের বসত বাড়িতে ডাকাতি করে। পরিবারের সদস্যদের আর্তচিৎকার শুনে এলাকাবাসী ছুটে আসে। এলাকাবাসীর উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় ডাকাতের দল। এসময় তাদেরকে সদস্যদেরকে হাত-পা বেঁধে ফেলে রেখে চলে যায়।
এ বিষয়ে আব্দুল জলিলের ছেলে ও সৌদি প্রবাসী ফাহাদ বলেন,আমি কিছুদিন আগে বাড়িতে আসছি ছুটিতে। গতকাল রাতে আমাদের ঘরের দরজা ভেঙে ঘরে ভিতরে প্রবেশ করে মা, ফুফু,ছোট ভাই ও আমাকেসহ হাত পা বেঁধে ডাকাতের দল আমাদের মূল্যবান গহনা, জিনিসপত্রসহ লুটপাট করে নেয়। আমি প্রতিবাদ করলে দেশীয় অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে। ১০হাজার টাকা, ৫ হাজার রিয়াল,৩টি মোবাইল ফোন,প্রায় ৪ ভরি স্বর্ণ,সাড়ে পাঁচ ভরি রুপা অলংকার সহ নিয়ে যায় ডাকাতের দল।
এ বিষয়ে মেঘনা থানা ওসি আব্দুল জলিল বলেন, আমরা সরজমিনে গিয়েছি। তদন্তের সাপেক্ষে আইনের ব্যবস্থা নিব।