মেঘনায় ৯ কি.মি  সড়ক দ্রুত সংস্কারের দাবিতে ইসলামী আন্দোলনের মানববন্ধন

মোঃ জাহাঙ্গীর আলম,মেঘনা প্রতিনিধি

কুমিল্লার মেঘনা উপজেলার হাইওয়ে সড়ক  সদর উপজেলা থেকে ভাটেরচর হয়ে ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক পর্যন্ত প্রায় ৯ কিলোমিটার রাস্তা দ্রুত সংস্কারের দাবিতে মানববন্ধন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় মেঘনা উপজেলা ফায়ার সার্ভিস সংলগ্ন হাইওয়েতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মেঘনা উপজেলা শাখার সভাপতি মাওলানা আখতার হোসাইন আতিকের নেতৃত্বে কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম-মহাসচিব ও কুমিল্লা–১ (দাউদকান্দি–মেঘনা) আসনের হাতপাখা প্রতীকের মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার আশরাফুল আলম। আরও উপস্থিত ছিলেন উপজেলা সাধারণ সম্পাদক মাহবুব আলম, সাংগঠনিক সম্পাদক ডালিম মিয়া প্রধান, ইসলামী যুব আন্দোলনের সভাপতি সাঈদুর রহমান (সাইদ), সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন বাবু এবং ইসলামী ছাত্র আন্দোলন মেঘনা উপজেলা শাখার সভাপতি রেদোয়ান হোসেন (রিয়াদ)।

মানববন্ধনে ইঞ্জিনিয়ার আশরাফুল আলম ক্ষোভ প্রকাশ করে বলেন,“আগামী ১৬ই ডিসেম্বরের মধ্যে সড়ক সংস্কারের দৃশ্যমান অগ্রগতি দেখতে চাই। এর মধ্যে কোনো উদ্যোগ না নিলে আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো—ইনশাআল্লাহ।”
তিনি আরও বলেন,“জনগণ কষ্টে থাকবে আর উপজেলা প্রশাসন টনক নড়াবে না—এটা মেনে নেওয়া যায় না। জনগণই আপনাদের এই দপ্তরে বসিয়েছে তাদের সেবা করার জন্য। তাই সড়ক সংস্কারের কাজ জরুরি ভিত্তিতে বাস্তবায়ন করতে হবে।”

দীর্ঘদিনের অবহেলা ও বিলম্বিত কাজের কারণে স্থানীয় মানুষের ক্ষোভ বাড়ছে। জানা গেছে, হাইওয়ে সড়কটির পুননির্মাণ কাজ শুরু হয়েছে গত ১২ সেপ্টেম্বর। মোট সাড়ে ৯ কিলোমিটারের মধ্যে প্রায় সাড়ে ৭ কিলোমিটার অংশ পুণনির্মানে ব্যয় নির্ধারণ করা হয়েছে ১৪ কোটি ৫৮ লাখ ৬৬ হাজার ৩০৫ টাকা। মাস্টার এন্টারপ্রাইজ ও চৌধুরী এন্টারপ্রাইজ নামের দুটি ঠিকাদারি প্রতিষ্ঠান কাজটি বাস্তবায়ন করছে। তবে প্রকল্পের অগ্রগতি এখনো মাত্র ৫৫ শতাংশ। অথচ প্রকল্প হস্তান্তরের নির্ধারিত সময় ২০২৬ সালের ১১ মার্চ

স্থানীয়দের অভিযোগ, ঠিকাদাররা কাজটি উপ–ঠিকাদারদের কাছে দিয়ে দেওয়ায় কাজের গতি কমে গেছে এবং ভোগান্তি বেড়েছে বহুগুণ।

উপজেলা প্রকৌশলী মো. শহিদুল ইসলাম জানান, সংশ্লিষ্টদের দ্রুত কাজ শুরু করতে লিখিত নির্দেশ দেওয়া হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, দুই–এক দিনের মধ্যেই কাজ দৃশ্যমান হবে