রামমোহন সার্বজনীন শ্রী শ্রী জগন্নাথ ধামের পূজার আয়োজন

স্টাফ রিপোর্টার।।
করোনাভাইরাস মহামারীর কারণে এবার দুর্গাপূজায় নেই উৎসবের আমেজ। তবুও ধর্মীয় রীতিনীতি ও স্বাস্থ্যবিভাগের নির্দেশনা মেনে পূজা মন্ডপে চলছে শেষ সময়ের প্রস্তুতি।
নীল আকাশে সাদা মেঘের ভেলা, আর নদী তীরে কাঁশফুলের মেলা জানান দেয় শরৎ এসেছে শারদীয় উৎসবের আগমনী বার্তা নিয়ে। সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব এটি। অশুভ শক্তির বিনাশ করতেই দেবী দুর্গা ধরণীতে আসেন বলে মনে করেন হিন্দু সম্প্রদায়। দেবীর আগমনের অপেক্ষায় দিন গুণছেন তারা।
হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কুমিল্লা জেলার বরুড়া থানার রামমোহন সার্বজনীন শ্রী শ্রী জগন্নাথ ধামে পূজার প্রস্তুতি চলছে। ইতিমধ্যেই প্রতিমা তৈরীর কাজ শেষ হয়েছে, চলছে কাঠামো নির্মাণ, সাজসজ্জা ও আলোকসজ্জার কাজ।
এবার মহামারীর ভয়াবহতা বিবেচনায় এনে সীমিত পরিসরে, স্বাস্থ্যবিধি মেনে পূজা সম্পন্ন করতে হবে। পূজা উদযাপন পরিষদ বেশ কিছু নির্দেশনা দিয়েছে, মন্ডপগুলোতে সেগুলো অবশ্যই মানা হবে বলে জানিয়েছেন রামমোহন সার্বজনীন শ্রী শ্রী জগন্নাথ ধামের আয়োজকরা ।
আয়োজকরা জানান, উৎসবমুখর পরিবেশে কুমিল্লা জেলার পুরো শহরে পূজা উদযাপনের সকল প্রস্তুতি এগিয়ে চলছে, আইন-শৃঙ্খলাসহ সার্বিক পরিস্থিতি সন্তোষজনক। আগামী ২২২ অক্টোবর ৬ষ্ঠী পূজার মাধ্য দিয়ে পূজার আনুষ্ঠানিকতা শুরু এবং ২৬ অক্টোবর বিসর্জনের মধ্যে দিয়ে শেষ হবে পূজার আনুষ্ঠানিকতা ।
রামমোহন সার্বজনীন শ্রী শ্রী জগন্নাথ ধামের সভাপতি শ্রী নারায়ণ চক্রবর্তী আরও জানান সন্ধ্যার মধ্যেই আরতি সম্পন্ন করে দর্শনার্থীদের মন্দিরে আসতে নিরুৎসাহিত করা হবে। রাত নয়টার পর মন্দির বন্ধ করে দেওয়া হবে। আর কোনো দর্শনার্থীদের মন্দিরে প্রবেশ করতে দেওয়া হবে না।
রামমোহন সার্বজনীন শ্রী শ্রী জগন্নাথ ধামের সাধারণ সম্পাদক শ্রী মধুসূদন বণিক জানান করোনা সংক্রমণ রোধে এবার দুর্গাপূজায় শোভাযাত্রা ও খিচুড়ি প্রসাদ বিতরণ থেকে বিরত থাকা হবে ।
আয়োজকরা জানান, অন্যান্য বারের চেয়ে এবার পুজোয় ব্যতিক্রমী হবে , তাই সাজসজ্জা, সংস্কৃতি অনুষ্ঠান ও অলোকসজ্জা সব কিছুই হবে সীমিত পরিসরে।
রামমোহন সার্বজনীন শ্রী শ্রী জগন্নাথ ধামের আয়োজকরা আরও জানান, মন্দিরে সব ধরনের নিরাপত্তা রয়েছে এজন্য এখানে প্রতিবছর পূজা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়। মন্দিরের চতুর্দিকে সিসি ক্যামেরা ছাড়াও রয়েছে পুলিশসহ প্রশাসনের সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা।