এমদাদ উল্যাহ, চৌদ্দগ্রাম প্রতিনিধি
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক গণহত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ফাঁসির রায়ের আদেশে চৌদ্দগ্রামে আনন্দ মিছিল করেছে পৌর জামায়াতের যুব বিভাগ। সোমবার(১৭ নভেম্বর) সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম বাজারে মিছিলে নেতৃত্ব দেন পৌর জামায়াতের নায়েবে আমীর কাজী মোঃ ইয়াছিন ও সেক্রেটারি মোশারফ হোসেন ওপেল। এ সময় অন্যান্যে উপস্থিত ছিলেন জামায়াত নেতা জামাল উদ্দিন, মাওলানা শফিকুর রহমান, মোঃ শাহআলম, মাওলানা আরিফুর রহমান, লিয়াকত আলী শিকদার, আবদুল্লাহ মো: মাছুম, আবদুল্লাহ আল মিশু, নুরুল ইসলাম চৌধুরী, কাজী দ্বীন ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
মিছিল শেষে নেতৃবৃন্দ বলেন, অবিলম্বে স্বৈরাচার শেখ হাসিনাকে ভারত থেকে এনে ফাঁসির রায় কার্যকর করতে হবে। তবেই নির্যাতিত মানুষের মন ও গণহত্যায় নিহতদের আত্মা শান্তি পাবে।