স্বাস্থ্যখাতের সিন্ডিকেটের বিরুদ্ধে কুমিল্লার ডা.আরিফের সাহসী উচ্চারণ(ভিডিও)

স্টাফ রিপোর্টার।।
কুমিল্লার বিশিষ্ট নাক কান গলা বিশেষজ্ঞ ডা.আরিফ মোর্শেদ খান। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে চিকিৎসকদের দাবি আদায়ে সব সময় সরব। এবার তিনি বলেছেন,স্বাস্থ্যখাতের সিন্ডিকেট নিয়ে। তার ফেসবুক থেকে লেখাটি এখানে তুলে ধরা হলো। সাথে তার বক্তব্যের ভিডিও।
করোনা ঝড়ে চিরনির্মূল হোক ক্রয় সিন্ডিকেট
বাংলাদেশে যে পরিমাণ ডাক্তার, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মী আজ পর্যন্ত করোনা পজেটিভ হিসেবে শনাক্ত হয়েছেন, এদেশের মোট আক্রান্ত জনগোষ্ঠীর অনুপাতে এ সংখ্যা বিশ্বে সবচেয়ে বেশি!
বাচ্চাদের ধুলাবালি মুক্ত রাখার স্পঞ্জ মাস্ক আর কোন কোন ক্ষেত্রে সার্জিক্যাল মাস্ককে “ভুলে N95” মাস্ক হিসাবে দেয়ার কথা কোন ধরনের অপরাধবোধ ও অনুশোচনা ছাড়াই বীরদর্পে বলেছেন আমাদের হর্তাকর্তারা!
জে এম আই হসপিটাল রিকুইজিট ম্যানুফেকচারিং লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক জনাব আব্দুর রাজ্জাক ক্ষমা প্রার্থনা করেছেন পরিচালক (ভাণ্ডার ও রক্ষণ), কেন্দ্রীয় ঔষধাগার বরারব। তার ভাষ্যমতে, ভুলক্রমে ২০,৬০০ পিস মাস্ক এন-৯৫ হিসেবে ডেলিভারি দেয়া হয়েছে, যা এন-৯৫ সমতুল্য নয়।
অনিরাপদ মাস্ক, গগলসের বদলে খেলনা চশমার মাধ্যমে মুখ, নাক ও চোখে সংক্রমণের কারণেই আজ এত এত ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত।
মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে নারায়ণগঞ্জের ডাক্তারের ভিডিও কনফারেন্সে অভিযোগ এসেছিলো, তাদের অত্যন্ত নিম্নমানের মাস্ক দেওয়া হয়েছে। ডেডিকেটেড কোভিড হাসপাতাল হওয়া সত্ত্বেও তারা প্রয়োজনীয় এন-৯৫ মাস্ক পাননি। বিব্রত স্বাস্থ্য সচিব ( স্বাস্থ্য সেবা) সেই ভিডিও কলে বলেছিলেন, এন-৯৫ মাস্ক শুধু আমেরিকা তৈরি করে এবং আর ডিজি স্যার বলেছেন, আমেরিকা রপ্তানি বন্ধ করে দেওয়ায় পাওয়া যাচ্ছে না!!! বাহ! তালিয়া!!
তারপর থেকেই আলোচনা হচ্ছে, এন-৯৫ একটি স্ট্যান্ডার্ড। আমেরিকা ছাড়াও এই মানের মাস্ক পৃথিবীর আরও বেশ কয়েকটি দেশ তৈরি করে। স্বাস্থ্য অধিদপ্তর ডাক্তারদের এই মাস্ক দিতে পারছে না। কিন্তু, জানা গেল, গাজীপুর সিটি করপোরেশনের মেয়র মোহাম্মাদ জাহাঙ্গীর আলম চীন থেকে এন-৯৫ মাস্ক নিয়ে এসেছেন।
বাংলাদেশ বিমান বাহিনী ও n-95 মাস্ক খুঁজে পেয়েছে। শুধু স্বাস্থ্য মন্ত্রণালয় ও অধিদপ্তর পায় না!
এদিকে, এন-৯৫ মাস্কের বক্সে কোন মাস্ক সরবরাহ করা হচ্ছে সে বিষয়ে নজরদারি বাড়ানোর নির্দেশ দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (২০ এপ্রিল) স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে তিনি অসন্তোষ প্রকাশ করে এ নির্দেশনা দেন।