কুমিল্লার পেপার ডেস্ক
গত বছর দেশে সড়ক দুর্ঘটনার ভয়াবহতা আরও বেড়েছে। সারা দেশে ৬,৭২৯টি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ৯,১১১ জন এবং আহত হয়েছেন ১৪,৮১২ জন। এর মধ্যে মোটরসাইকেল দুর্ঘটনার সংখ্যা ছিল সর্বাধিক, যা মোট দুর্ঘটনার এক-তৃতীয়াংশেরও বেশি।
রোববার (৪ জানুয়ারি) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য প্রকাশ করে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। সংগঠনটি জানায়, বিদায়ী বছরে মোট ২,৪৯৩টি মোটরসাইকেল দুর্ঘটনা ঘটেছে। এসব ঘটনায় প্রাণ হারিয়েছেন ২,৯৯৩ জন এবং আহত হয়েছেন ২,২১৯ জন, যা মোট সড়ক দুর্ঘটনার ৩৭ শতাংশের বেশি।
সংবাদ সম্মেলনে সংগঠনের মহাসচিব মোহাম্মদ মোজাম্মেল হক চৌধুরী বলেন, আগের বছরের তুলনায় গত বছরে সড়ক দুর্ঘটনার সংখ্যা প্রায় ৭ শতাংশ বেড়েছে। একই সঙ্গে দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়েছে প্রায় ৬ শতাংশ এবং আহতের সংখ্যা বেড়েছে প্রায় ১৫ শতাংশ।
লিখিত বক্তব্যে তিনি জানান, সড়কের পাশাপাশি রেল ও নৌপথ মিলিয়ে দেশে মোট ৭,৩৬৯টি দুর্ঘটনার তথ্য পাওয়া গেছে। এসব দুর্ঘটনায় নিহত হয়েছেন ৯,৭৫৪ জন এবং আহত হয়েছেন ১৫,৯৬ জন।
দুর্ঘটনার স্থানভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, মোট দুর্ঘটনার প্রায় ৩৮ শতাংশ ঘটেছে জাতীয় মহাসড়কে, ২৭ শতাংশের বেশি আঞ্চলিক মহাসড়কে এবং প্রায় ২৯ শতাংশ ফিডার সড়কে। এ ছাড়া ঢাকা ও চট্টগ্রাম মহানগরী এবং রেলক্রসিং এলাকাতেও উল্লেখযোগ্য সংখ্যক দুর্ঘটনা ঘটেছে।
মোজাম্মেল হক চৌধুরী অভিযোগ করেন, ক্ষমতার পরিবর্তন হলেও সড়ক পরিবহন খাতে কার্যকর নীতিগত সংস্কার না হওয়ায় দুর্ঘটনা কমেনি। বরং যানজট, চাঁদাবাজি ও অনিয়মের কারণে যাত্রী ও পণ্য পরিবহনে ভোগান্তি বেড়েছে এবং ভাড়া বারবার বাড়ছে। তাঁর মতে, অন্তর্বর্তী সরকার সড়ক পরিবহন খাত সংস্কারে কার্যকর উদ্যোগ না নেওয়ায় সাধারণ মানুষ এখনো অনিরাপদ সড়ক ও ভাড়া নৈরাজ্যের মধ্যে আটকে রয়েছে।
তিনি আরও জানান, সড়ক দুর্ঘটনার কারণে বছরে দেশের আর্থিক ক্ষতি হচ্ছে ৬০ হাজার কোটি টাকারও বেশি। এই প্রাণহানি ও ক্ষয়ক্ষতি কমাতে আসন্ন জাতীয় নির্বাচনে অংশ নেওয়া সব রাজনৈতিক দলের নির্বাচনী ইশতেহারে সড়ক নিরাপত্তা ও উন্নত গণপরিবহন ব্যবস্থার বিষয়ে স্পষ্ট অঙ্গীকার রাখার দাবি জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।