৭ দফা দাবি নিয়ে ক্লাস বর্জনের ঘোষণা কুবি শিক্ষক সমিতির

হাছিবুল ইসলাম সবুজ, কুবি
শিক্ষকদের উপর হামলায় জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতকরণ এবং হামলায় মদদদানকারী প্রক্টর জনাব কাজী ওমর সিদ্দিকীর অপসারণ, গেস্টহাউজ শিক্ষক-কর্মকর্তাদের জন্য অবমুক্ত করা, পদোন্নতির জন্য আবেদনকৃত শিক্ষকদের অবিলম্বে পদোন্নতির ব্যবস্থা করাসহ সাত দফা দাবি নিয়ে আগামী দুই দিন ক্লাস বর্জন করার সিন্ধান্ত নিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। তবে পূর্বের ঘোষিতে পরীক্ষা চলমান থাকবে।

মঙ্গলবার ( ১২ মার্চ) শিক্ষক সমিতির লাউঞ্জে এক সাধারণ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাত দফা দাবিগুলোর মধ্যে রয়েছে ১.গত ১৯ ফেব্রুয়ারী উপাচার্যের কার্যালয়ে শিক্ষকদের উপর ন্যাক্কারজনক হামলায় নেতৃত্ব দানকারী কর্মকর্তা জনাব মোঃ জাকির হোসেনের সাময়িক বহিষ্কারপূর্বক সুষ্ঠু তদন্তের মাধ্যমে তার ও জড়িত সকলের সর্বোচ্চ শান্তি নিশ্চিতকরণ এবং হামলায় মদদদানকারী প্রক্টর জনাব কাজী ওমর সিদ্দিকীর অপসারণ;
২. ঢাকাস্থ গেস্টহাউজ শিক্ষক-কর্মকর্তাদের জন্য অবমুক্ত করা;
৩. অধ্যাপক গ্রেড-১ ও অধ্যাপক গ্রেড-২ পদে পদোন্নতির জন্য আবেদনকৃত শিক্ষকদের অবিলম্বে পদোন্নতির ব্যবস্থা করা;
৪. কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আইন মোতাবেক বিন্নি বিভাগে বিভাগীয় প্রধান ও অনুষদসমূহের ডিন নিয়োগ এবং ইতোমধ্যে আইনের ব্যত্যয় ঘটিয়ে যেসকল বিভাগে বিভাগীয় প্রধান নিয়োগ দেয়া হয়েছে তাদের প্রত্যাহার করা;
৫. শিক্ষক নিয়োগ, পদোন্নতি ও স্থায়ীকরণের ক্ষেত্রে আইন বহির্ভূত অবৈধ শর্ত আরোপ করে জ্যেষ্ঠতা ক্ষুণ্ণ করার মাধ্যমে যে সীমাহীন বৈষম্য তৈরি করা হয়েছে দ্রুততম সময়ে সেসবের নিষ্পত্তিকরণ;
৬.৯০তম সিন্ডিকেট সভায় গৃহীত বিতর্কিত শিক্ষাছুটি নীতিমালা রহিত করে পূর্বের নীতিমালা বহাল রাখাসহ ৮৬তম সিন্ডিকেট সভায় অনুমোদিত স্থায়ীকরণ সংক্রান্ত সিদ্ধান্ত বাতিল করা।
এছাড়াও আগামী ১৮ মার্চের মধ্যে এ সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য কোনো উদ্যেগ না নেওয়া হলে আগামী ১৯ মার্চ থেকে ২৭ মার্চ পর্যন্ত ক্লাস বন্ধের ঘোষণা দেন তারা।