অনলাইন ডেস্ক :
ভূমিকম্পের সময় আতঙ্কে দৌড়ে সিঁড়ি বেয়ে নামতে গিয়ে পা ভেঙে গেছে জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসীম উদ্দীন হল শাখার আহ্বায়ক শেখ তানভীর বারী হামীমের।
শুক্রবার দুপুরে নিজের ফেসবুক আইডিতে এমন তথ্য জানিয়েছেন হামীম নিজেই। ইতোমধ্যে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন তিনি।
সামাজিক মাধ্যম ফেসবুকে দেওয়া পোস্টে তিনি লিখেছেন, ‘সবাই দুআ করবেন। সিঁড়ি থেকে নামতে যেয়ে পা ভেঙে গেছে। নিশ্চয়ই আল্লাহ উত্তম পরিকল্পনাকারী।’
এদিকে হঠাৎ ভূমিকম্পে দ্রুত বেরোতে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্তত পাঁচ শিক্ষার্থী আহত হয়েছেন। এর মধ্যে হাজী মুহম্মদ মুহসীন হল, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল এবং ফজলুল হক মুসলিম হলের শিক্ষার্থী রয়েছেন।
শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে আকস্মিক ভূমিকম্প অনুভূত হয়। আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের রেডিও মেকানিক ইকবাল আহমেদ জানান, ঢাকার আগারগাঁওয়ের আবহাওয়া অফিস থেকে ১৩ কিলোমিটার পূর্বে নরসিংদীর মাধবদীতে ভূকম্পনটির উৎপত্তি৷ রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৭।