ডেস্ক রিপোর্ট।।
চীনা রকেটের ধ্বংসাবশেষ ভূ-পৃষ্ঠের কোথায় পড়বে এ নিয়ে কয়েকদিন ধরেই জল্পনা চলছিল। অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে ভারত মহাসাগরে পড়েছে রকেটটির ধ্বংসাবশেষ।
চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানায়, বেইজিং সময় রোববার সকাল ১০টা ২৪ মিনিটে রকেটটির ধ্বংসাবশেষ বায়ুমণ্ডলে প্রবেশ করে এটি সাগরে পড়ে। এটি মালদ্বীপের পশ্চিমের মহাসাগরে পতিত হয়। খবর রয়টার্সের
চীন ম্যানড স্পেস ইঞ্জিনিয়ারিং অফিস জানিয়েছে, রকেটটির বেশিরভাগ ধ্বংসাবশেষ বায়ুমণ্ডলে পুড়ে গেছে।
‘লং মার্চ ৫-বি’ নামের ২১ টন ওজনের রকেটটি সম্প্রতি চীন থেকে উৎক্ষেপণের পর নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।
এর আগে, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর অ্যাস্ট্রো ফিজিক্সের বিজ্ঞানী জনাথন ম্যাকডোয়েলও ধারণা করছিলেন, রকেটটি ৮ থেকে ১০ মে’র মধ্যে ভূপৃষ্ঠে এসে পড়বে। এ সময়ের মধ্যে এটি ঘণ্টায় প্রায় ২৯ হাজার কিলোমিটার বেগে পৃথিবীকে প্রদক্ষিণ করবে।
পৃথিবীর কক্ষপথে রাশিয়া-যুক্তরাষ্ট্রের নিজস্ব মহাকাশ স্টেশন রয়েছে। এক্ষেত্রে পিছিয়ে থাকতে চাইছে না চীন। তারাও মহাকাশে একটি স্টেশন বানাতে চাইছে। ওই মহাকাশ স্টেশনের একটি অংশ পরীক্ষামূলক পৃথিবীর কক্ষপথে পাঠাতে গত ২৮ এপ্রিল ‘লং মার্চ ৫বি’ রকেট উৎক্ষেপণ করে চীনের মহাকাশ গবেষণা সংস্থা।