কাজী খোরশেদ আলম।।
কুমিল্লার বুড়িচং উপজেলা সদরের প্রাণ কেন্দ্রে অবস্থিত দারুস সালাম মাদানীয়া মাদরাসার সবক প্রদান ও পুরস্কার বিতরণী মাদরাসার ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১জানুয়ারী) শনিবার সকালে দারুস সালাম মাদানীয়া মাদরাসার চেয়ারম্যান আবু আব্দিল্লাহ মোঃ রুহুল আমিন ফকির এর সভাপতিত্বে সবক প্রদান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দারুন্নাজাত সিদ্দিকিয়া কামিল মাদরাসার কিতাব বিভাগের উপাধ্যক্ষ মাওলানা মোঃ ফরিদ বিন আবদুল আওয়াল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িচং প্রেস ক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম।
স্বাগত বক্তব্য রাখেন দারুস সালাম মাদানীয়া মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোঃ রবিউল ইসলাম।
দারুস সালাম মাদানীয়া মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা মোঃ জসিম উদ্দিনের পরিচালনায় বক্তব্য রাখেন সহকারী শিক্ষক মাওলানা মোঃ আবদুর রশিদ, মাওলানা মোঃ জাকির হোসেন, মোঃ ফরিদ উদ্দিন, মাওলানা মেহেদী হাসান, মাওলানা মোঃ যোবায়ের, মাওলানা ইসমাইল হোসেন, মোঃ সোহাগ মিয়া, হাফেজ ইব্রাহিম খলিল, মাওলানা আল আমিন সিদ্দিকী, খাদিজা আক্তার, হোসনেয়ারা আক্তার, রেজিয়া বেগম, মোঃ জসিম উদ্দিন, মোঃ মহিউদ্দিন, ক্বারী কালীমুল্লাহ, ক্বারী ইব্রাহিম খলিল প্রমুখ।
এসময় মাদরাসার সকল শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবক এবং ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন।