বুড়িচংয়ে ৮ মামলার আসামী আবুল ডাকাত গ্রেফতার

কাজী খোরশেদ আলম।।
কুমিল্লা জেলার বুড়িচং থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ৮ মামলার আসামী আবুল ডাকাতকে গ্রেফতার করা হয়েছে।
বুড়িচং থানা সূত্রে জানা যায়, গত ১১ জানুয়ারী সোমবার রাত ২ টায় বুড়িচং উপজেলার দেবপুর এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে বুড়িচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আজিজুল হকের নির্দেশে এসআই জিয়াউল সঙ্গী ফোর্সসহ অভিযান চালিয়ে চান্দিনা উপজেলার হাড়িখোলা গ্রামের আতিকুর রহমানের ছেলে চান্দিনা থানার ওয়ারেন্টভূকত আসামী আবুল হোসেন (৩২) কে গ্রেফতার করা হয়েছে।

তার বিরুদ্ধে বিভিন্ন থানা ৮টি ডাকাতির মামলা রয়েছে। রবিবার (১২ জানুয়ারি) সকালে তাকে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করা হয়েছে। বুড়িচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আজিজুল হক বলেন, চুরি, ডাকাতি, ছিনতাই – প্রতিরোধ , নিয়ন্ত্রন ও দমনে গ্রেফতার অভিযান অব্যহত আছে।