মেঘনায় ভূমি অফিস কর্মকর্তা ও কর্মচারীর বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ ‎

মো.জাহাঙ্গীর আলম,মেঘনা।।
কুমিল্লার মেঘনায় চন্দনপুর ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারী শফিকুল ইসলাম ও অফিস সহায়ক নাজমা আক্তারের বিরুদ্ধে নামজারি করার নামে ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে। এর আগেও কাজ করিয়ে দিবে বলে ঘুষ নেওয়ার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।

একাদিক নামজারি আবেদন করা ব্যক্তিদের সাথে কথা বলে জানা যায়, নামজারিসহ ভূমি সংক্রান্ত সমস্যা সমাধানের জন্য উপ-সহকারী শফিকুল ইসলামের কাছে গেলে নামজা আক্তারের সাথে কথা বলতে বলেন। নাজমা আক্তারের সাথে দেখা করলে কাজ করিয়ে দিবে বলে আশ্বাস দিয়ে অতিরিক্ত টাকা দাবি করেন। টাকা না দিলে কাজ দেরি হবে বলে তারিখের উপর তারিখ দেয়। এদিকে চালিভাঙ্গা ইউনিয়নের বড়াইকান্দি গ্রামের মো. আবুল হাশেম ভূমি সংক্রান্ত কাজে নাজমা আক্তারের কাছে গেলে অতিরিক্ত টাকার বিনিময়ে কাজ করিয়ে দিব বলে আশ্বাস করেন। ভুক্তভোগী টাকা কম দিতে চাইলে তিনি (নাজমা আক্তার) প্রত্যাখান করেন। এদিকে টাকা নিয়েও ভুয়া কাগজ দেওয়ায় ক্ষোভ প্রকাশ করে আবুল হাশেম বলেন, খতিয়ানে আমার জমির পরিমান কম উঠেছে সেটার সমস্যা সমাধানের জন্য নাজমা আক্তারের সাথে দেখা করলে ওনি প্রথমে ৫০০ টাকা দাবি করে। ছোট একটা কাগজ দেয়। আসল কাগজ চাইলে তিনি আমার কাছে অতিরিক্ত ১,৫০০ টাকা ঘুষ চায়। যে কাগজটা দিয়েছিল পরবর্তীতে যাচাই-বাছাই করে জানতে পারি এটা ভুয়া কাগজ।

এদিকে কুমিল্লা পেপারের হাতে আসা এক ভিডিও তে দেখা যায়, নাছির উদ্দিন ভূমি অফিসে জমির খারিজের জন্য উপ-সহকারী সাথে দেখা করতে চাইলে তিনি ব্যস্থতার কারন দেখিয়ে নাজমা আক্তারের সাথে দেখা করতে বলে। নাজমার কক্ষে প্রবেশ করলে কাজ করে দিবে বলে ২,০০০ টাকা দাবি করেন। এক হাজার টাকা (নাছির-ভিডিও থাকা ব্যক্তি) দিতে চাইলে তিনি প্রত্যাখান করেন। ভিডিওতে দেখা যায় নাছির উদ্দিনের কাছ থেকে দুই হাজার টাকা নিয়ে তার টেবিলের ড্রয়ারে রাখেন। উপ-সহকারীর সাথে কথা বলিয়ে কাজ করে দিব বলে আশ্বস্ত করেন।
এ বিষয়ে নামজা আক্তারের মুঠোফোনে কল দিলে তিনি রিসিভ করে এখন কথা বলতে পারবে না বলে কল কেটে দেন।
ভুক্তভোগী নাছির উদ্দিন বলেন, জমি খারিজের প্রতিবেদনের জন্য প্রথমে বড়কান্দা ইউনিয়ন রামপুর বাজার ভূমি অফিসে কাগজপত্র জমা দেই। দীর্ঘ একমাসে দশ-বারোবার যাওয়ার পর কাজ না হওয়াতে কারন জানতে চাই তখন ভূমি অফিসের এক কর্মকর্তা আমার কাছে দুই হাজার টাকা দাবি করেন। টাকা না দিলে কাজ হবে না বলে জানান তিনি। তখন উপায় না পেয়ে চন্দনপুর ভূমি অফিসে কাগজপত্র নিয়ে আসি। শফিকুল ইসলাম সাথে দেখা করলে তিনি নাজমা আক্তারের সাথে দেখা করতে বলেন, তখন তিনি আমার কাছে দুই হাজার টাকা দাবি করে বলেন টাকা না দিলে কাজ হবে না। কম দিতে চাইলে তিনি রাজি হয় নি। তখন বাধ্য হয়ে আমি টাকা দেই। এদিকে নামজারি করতে গিয়ে ঘুষের দাবির মুখে পড়েছে আবুল হাসেমসহ গ্রামের একাদিক ভুক্তভোগী। প্রত্যকে বলছেন জমি সংক্রান্ত কোনো সমস্যা সমাধানের জন্য তাদের কাছে গেলে টাকা ছাড়া কোনো কাজ করে দেয় না। টাকা না দিলে বরং হয়রানির শিকার হতে হয়।দীর্ঘদিন ধরে ভূমি অফিসে দালালচক্রের সাথে এ কর্মকর্তা এবং তার অফিস সহায়ক নাজমা আক্তার কাজ করে আসছে।


অভিযোগের বিষয়ে মেঘনা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মৌসুমী আক্তার বলেন,‎ ‘চন্দনপুর ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা শফিক সাহেবের বিরুদ্ধে টাকা নেওয়ার অভিযোগসহ আরও কিছু অভিযোগ আমার কাছে এসেছে। অসুস্থতার কথা বলে তিনি অফিসে অনুপস্থিত থাকেন। যে সকল অভিযোগ রয়েছে সকল অভিযোগ আমার উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছিল এবং এ তফসিল থেকে ওনাকে সরিয়ে নেওয়ার জন্য আমি সুপারিশ করেছি।

‎‎