চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি।।
কুমিল্লার চৌদ্দগ্রামে খালের পাড়ে গার্ড ওয়াল তৈরিতে নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় এলাকাবাসী নির্মাণকাজ বন্ধ করে দিয়েছে। মঙ্গলবার সকালে পৌর এলাকার দক্ষিণ ফালগুনকরা কৃষ্ণছড়া খালের পাড়ে এ ঘটনা ঘটে।

জানা গেছে, কৃষ্ণছড়া খালের পাড়ে ৩১ মিটার গার্ড ওয়াল তৈরিসহ সংশ্লিষ্ট সড়ক সংস্কারে ২৪ লাখ টাকা বরাদ্দে কাজ পায় পাটোয়ারী এন্টারপ্রাইজ। দীর্ঘদিন পরে গার্ড ওয়াল নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহার করছে ঠিকাদারী প্রতিষ্ঠান। মঙ্গলবার ক্ষোভ প্রকাশ করে এলাকাবাসী নির্মাণকাজ বন্ধ করে দেয়।
স্থানীয় বেলাল হোসেন ও আবদুল মজিদ বলেন, দীর্ঘদিন পর ছড়ার পাড়ে গার্ড ওয়াল নির্মাণ কাজ দেখে খুশি হয়েছি। কিন্তু ঠিকাদার নির্মাণকাজে নিম্নমানের ইট, বালু ও কংক্রিট ব্যবহার করায় হতাশ হয়েছি। মঙ্গলবার বালুতে মাটি ও সিমেন্ট কম দিয়ে নির্মাণ কাজ করায় এলাকাবাসী তা বন্ধ করে দিয়েছে। গণঅভ্যুত্থানের পরও ঠিকাদার নিম্নমানের সামগ্রী ব্যবহার করার সাহসে হতাশ হয়েছেন স্থানীয় লোকজন।
মঙ্গলবার দুপুরে ঠিকাদারী প্রতিষ্ঠান পাটোয়ারী এন্টারপ্রাইজের স্বত্তাধিকারী যুবলীগ নেতা সুমন পাটোয়ারীর ব্যবহৃত মুঠোফোন নাম্বারে বারবার কল করলেও তিনি রিসিভ না করায় বক্তব্য জানা সম্ভব হয়নি।
চৌদ্দগ্রাম পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী নুর ইসলাম মিলন বলেন,‘এক দিন আগে নিম্নমানের কাজ দেখে ঠিকাদারের লোকজনকে কাজ বন্ধ রাখার জন্য বলেছিলাম। মঙ্গলবার আমাদেরকে না জানিয়ে কাজ শুরু করে। শিগগিরই ভালো মানের সামগ্রী ব্যবহার করেই কাজ সম্পন্ন করা হবে’।