মহসীন মিয়া,তিতাস:
কুমিল্লার তিতাস উপজেলার করোনা জয়ী জব্বারের বলি খেলার কুস্তিগীর রাসেল ভুইয়া একজন করোনা রোগীকে প্লাজমা দিতে ঢাকার গিয়েছেন।
জানা যায়, ঢাকার অ্যাপোলো হাসপাতালের আইসিইউতে করোনায় আক্রান্ত বিশিষ্ট গার্মেন্টস ব্যবসায়ী খসরুল আলম খান রিপনকে (ডিরেক্টর কেফাং টেক্সটাইল লি:) প্লাজমা থেরাপি মাধ্যমে সুস্থ করে তোলার জন্য আজ দুপুরে তিনি তিতাস থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন। যাওয়ার পূর্বে রাসেল বিষয়টি উপজেলা পরিষদের চেয়ারম্যান পারভেজ হোসেন সরকারকে ফোনে অবহিত করে দোয়া চেয়েছেন।
পারভেজ হোসেন সরকার বলেন, আমরা তিতাসবাসী মহান আল্লাহতালার কাছে তার এই মানবিকতার জন্য রাসেল ও তার পরিবারের সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি। গত (১১ এপ্রিল) করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন রাসেল। সাথে তার মেয়ে এবং বাবাও । করোনায় বিজয়ী হয়ে রাসেল নিজ গ্রামের তার সহযোদ্ধাদের নিয়ে একটানা কৃষকের বিনামূল্যে ধান কেটে দিয়েছেন।
এ বিষয়ে কুমিল্লা-২(তিতাস-হোসনা) আসনের মাননীয় সাংসদ সেলিমা আহমাদ (মেরী) রাসেলের মানবিকতার কথা শুনে তাকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানান।