আজ পবিত্র লাইলাতুল কদর গুরুত্ব ও ফজিলত

গাজী মুহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির।।
আজ ২৬ রমজান, বৃহস্পতিবার দিবাগত রাত রহমতে ঘেরা, রহস্যময় এবং শ্রেষ্ঠ ও সেরা রজনী পবিত্র লাইলাতুল কদর। মহান আল্লাহ রাব্বুল আলামীন পবিত্র ও সম্মানিত কদরের রাতকে সকল রাতের চেয়ে শ্রেষ্ঠত্বের মর্যাদা দিয়েছেন। তিনি তার কালামে পাকে এ রাতকে প্রশংসার সাথে উল্লেখ করেছেন। তিনি এ রাত সম্পর্কে বলতে গিয়ে ইরশাদ করেন: ‘আমি তো ইহা অবতীর্ণ করেছি এক বরকতময় রজনীতে। আমি তো সতর্ককারী। এ রজনীতে প্রত্যেক প্রজ্ঞাপূর্ণ বিষয় স্থিরকৃত হয়।

সেই বরকতময় রজনী হল লাইলাতুল কদর। আল্লাহ তায়ালা একে বরকতময় বলে অভিহিত করেছেন। কারণ এ রাতে রয়েছে যেমন বরকত তেমনি কল্যাণ ও তাৎপর্য। বরকতের প্রধান কারণ হল এ রাতে আল-কোরআন নাযিল হয়েছে। এ রাতে প্রত্যেক গুরুত্বপূর্ণ বিষয়-সিদ্ধান্ত লওহে মাহফুজ থেকে ফেরেশতাদের হাতে অর্পণ করা হয় বাস্তবায়নের জন্য। এ রাতের অপর একটি বৈশিষ্ট্য হল আল্লাহ তায়ালা এ রাত সম্পর্কে একটি পূর্ণ সূরা অবতীর্ণ করেছেন। যা কিয়ামত পর্যন্ত পঠিত হতে থাকবে।

নিশ্চয় আমি কোরআন অবতীর্ণ করেছি এক মহিমান্বিত রজনীতে। আর মহিমান্বিত রজনী সম্পর্কে তুমি কী জান? মহিমান্বিত রজনী সহস্র মাস অপেক্ষা শ্রেষ্ঠ। সে রাতেই ফেরেশতাগণ ও রুহ অবতীর্ণ হয় প্রত্যেক কাজে তাদের প্রতিপালকের অনুমতিক্রমে। শান্তিই শান্তি সে রজনী উষার আবির্ভাব পর্যন্ত।

এ সূরাতে যে সকল বিষয় জানা গেল তা হল
১. এ রাত এমন এক রজনী যাতে মানবজাতির হিদায়াতের আলোকবর্তিকা মহা গ্রন্থ আল-কোরআন অবতীর্ণ হয়েছে।
২. এ রজনী হাজার মাস অপেক্ষা শ্রেষ্ঠ। অর্থাৎ তিরাশি বছরের চেয়েও এর মূল্য বেশি।
৩. এ রাতে ফেরেশতাগণ রহমত, বরকত ও কল্যাণ নিয়ে পৃথিবীতে অবতরণ করে থাকে।
৪. এ রজনী শান্তির রজনী। আল্লাহর বান্দারা এ রাতে জাহান্নামের শাস্তি থেকে মুক্তি পেয়ে শান্তি অর্জন করে থাকে।
৫. সময়ের প্রতি গুরুত্ব দেয়া।
এ আয়াতগুলোতে অল্প সময়ে বেশি কাজ করার জন্য উৎসাহ প্রদান করা হল। যত সময় তত বেশি কাজ করতে হবে। সময় নষ্ট করা
চলবে না।
৬. গুনাহ ও পাপ থেকে ক্ষমা লাভ।
এ রাতের ফজিলত সম্পর্কে বুখারী ও মুসলিম শরীফে বর্ণিত হাদীসে এসেছে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: যে ব্যক্তি ঈমানের সাথে এবং সওয়াবের আশায় লাইলাতুল কদরের সালাত আদায় করে, তার পূর্বের গুনাহ মাফ করা হবে।

নবী করীম (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন: ‘যে লাইলাতুল কদরে ঈমান ও ইহতিসাবের সাথে সালাত আদায় ও ইবাদত-বন্দেগী করবে তার অতীতের পাপ সমূহ ক্ষমা করে দেয়া হবে।’

লাইলাতুল কদর কখন?
আল-কোরআনে নির্দিষ্ট করে বলা হয়নি লাইলাতুল কদর কোন রাতে। তবে কোরআনের ভাষা হল লাইলাতুল কদর রমজান মাসে। কিয়ামত পর্যন্ত রমজান মাসে লাইলাতুল কদর অব্যাহত থাকবে এবং এ রজনী রমজানের শেষ দশকে হবে বলে সহীহ হাদীসে এসেছে। রমজানের শেষ দশকের বেজোড় রাতগুলোতে হওয়ার সম্ভাবনা বেশি বলে হাদীসে এসেছে।

রমজানের শেষ দশ দিনে লায়লাতুল কদরের সন্ধান করতে বলা হয়েছে।
‘তোমরা রমজানের শেষ দশকে লাইলাতুল কদর অন্বেষণ কর’। এবং রমজানের শেষ সাত দিনে লাইলাতুল কদর থাকার সম্ভাবনা অধিকতর। যেমন হাদীসে এসেছে, মুসলিম (৭৯) সুতরাং যে ব্যক্তি এটির প্রতি আগ্রহী, সে যেন শেষ সাত রাতে সতর্ক থাকে যে লাইলাতুল কদর অন্বেষণ করতে চায় সে যেন শেষ সাত দিনে অন্বেষণ করে। ‘
অধিকতর সম্ভাবনার দিক দিয়ে প্রথম হল রমজান মাসের সাতাশ তারিখ। দ্বিতীয় হল পঁচিশ তারিখ। তৃতীয় হল উনত্রিশ তারিখ। চতুর্থ হল একুশ তারিখ। পঞ্চম হল তেইশ তারিখ। আল্লাহ রাব্বুল আলামীন এ রাতকে গোপন রেখেছেন আমাদের উপর রহম করে। তিনি দেখতে চান এর বরকত ও ফজিলত লাভের জন্য কে কত প্রচেষ্টা চালাতে পারে।

লাইলাতুল কদরে আমাদের করণীয়-
লাইলাতুল কদরে আমাদের করণীয় হল বেশি করে দোয়া করা।
হযরত মা আয়েশা (রা.) নবী করীম (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-কে জিজ্ঞেস করলেন, লাইলাতুল কদরে আমি কি দোয়া করতে পারি? তিনি বললেন, বলবে- হে প্রভু, আপনি ক্ষমাশীল এবং আপনি ক্ষমা পছন্দ করেন, তাই আমাকে ক্ষমা করুন, ‘হে আল্লাহ! আপনি ক্ষমাশীল। ক্ষমাকে ভালোবাসেন, অতএব আমাকে ক্ষমা করুন।
শবে কদরের চিহ্নাদিঃ শবে কদর চিনবেন কি করে? হযরত সায়্যিদুনা ওবাদাহ ইবনে সামিত (রা:) হযরত আলী (রা:) এর বরাত দিয়ে বলেন,পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, শবে কদর সম্পর্কে প্রশ্ন করলেন, তখন নবীয়ে পাক সা: ইরশাদ করলেন, শবে কদর রমজানুল মুবারকের শেষ দশ দিনের মধ্যে বিজোড় রাতগুলোতে ২১, ২৩, ২৫, ২৭ কিংবা ২৯ রমজান রাতে হয়ে থাকে। তাই যে কেউ ঈমান সহকারে সাওয়াবের নিয়তে এ রাতগুলোতে ইবাদত করে, তার বিগত সমস্ত গুনাহ্ ক্ষমা করে দেয়া হয়। সেটা বুঝার জন্য এটাও রয়েছে যে, ওই মোবারক রাত খোলাখুলি, সুষ্পষ্ট এবং পরিস্কার ও স্বচ্ছ থাকবে। এতে না বেশি গরম থাকে, না বেশি ঠান্ডা, বরং এ রাত মাঝারী ধরণের হয়ে থাকে। এমন মনে হয় যেনো তাতে চাঁদ খোলা খালি ভাবে উদিত। এ পূর্ণ রাতে শয়তানদেরকে আসমানের তারা ছুঁড়ে মারা হয়। আরো নিদর্শনাদির মধ্যে এও রয়েছে যে, এ রাত অতিবাহিত হবার পর যেই ভোর আসে, তাতে সূর্য আলোকরশ্মি ছাড়াই উদিত হয়, আর তা এমন হয় যেনো চৌদ্দ তারিখের চাঁদ। ‘আলহামদুলিল্লাহ’ ওই দিন সূর্যোদয়ের সাথে শয়তানকে বের হতে দেয়া হয়না। (এ দিন ব্যতীত অন্যান্য প্রত্যেক দিনে সূর্যের সাথে সাথে
শয়তানও বের হয়ে পড়ে) (মুসনাদে ইমাম আহমদ, খন্ড ৮, পৃষ্ঠা ৪১৪, হাদিস নং ২২৮২৯)।

প্রিয় পাঠক বৃন্দ! হাদিসে পাকে বর্ণিত রয়েছে, রমজানুল মুবারকের শেষ দশ দিনের বিজোড় রাতগুলো কিংবা শেষ রাত, চাই তা ত্রিশতম রাতই হোক, এ রাতগুলোর মধ্যে যে কোন একটি রাত শবে কদর। এ রাতকে গোপন রাখার মধ্যে হাজারো হিকমত রয়েছে। সেগুলোর মধ্যে নিশ্চয় অনেক রহস্য রয়েছে, মুসলমান প্রতিটি রাত এ রাতের খোঁজে আল্লাহ তায়ালার ইবাদতের মধ্যে এ ভেবে অতিবাহিত করার চেষ্টা করবে, জানিনা কোন রাত শবে কদর হয়ে যায়। এ হাদিসে পাকে শবে ক্বদরের কিছু আলামতও ইরশাদ করা হয়েছে। এ চিহ্নগুলো ছাড়াও অন্যান্য বর্ণনায় শবে কদরের আরো আলামত বর্ণিত হয়েছে। এ আলামত বুঝা সবার জন্য সম্ভব নয়, বরং এটা শুধু অন্তর দৃষ্টি সম্পন্ন ব্যক্তিরাই বুঝতে পারেন।

আল্লাহ তায়ালা আপন বিশেষ বান্দাদের উপর সেগুলো প্রকাশ করেন। শবে কদরের একটা চিহ্ন এও রয়েছে যে, এ রাতে সমুদ্রের লোনা পানি মিষ্টি হয়ে যায়।

তাছাড়া মানুষ ও জিন ছাড়া সৃষ্টির প্রতিটি বস্তু আল্লাহ তায়ালার মহত্ব স্বীকার করে সিজদাবনত হয়ে যায়, কিন্তু এ দৃশ্য সবাই দেখতে পায়না।

ঘটনা:-১
হযরত সায়্যিদুনা ওবাইদ ইবনে ইমরান (রা:)
বলেন, “আমি এক রাতে লোহিত সাগরের তীরে ছিলাম। আর ওই লোনা পানি দিয়ে ওযু করছিলাম। যখন আমি ওই পানি স্বাদ গ্রহণ
করলাম, তখন ওই পানিকে মধুর চেয়েও মিষ্টি পেলাম। আমি সীমাহীন আশ্চর্যান্বিত হলাম। আমি যখন সায়্যিদুনা ওসমান গনী (রা:) এর নিকট এ ঘটনা বর্ণনা করলাম; তখন তিনি বললেন, “হে ওবায়দা, সেটা শবে কদর হবে। তিনি আরো বললেন যে, ‘যে ব্যক্তি এই রাতে আল্লাহ তায়ালার স্বরণের মধ্যে অতিবাহিত করে সে যেনো হাজার মাস থেকে বেশী সময় ইবাদত করলো। আর আল্লাহ তায়ালা তার সমস্ত গুনাহ্ ক্ষমা করে দেবেন।”(তাযকিরাতুল ওয়া’ইযীন, ৬২৬ পৃষ্ঠা)।
আল্লাহ তায়ালার রহমত তাঁর উপর বর্ষিত হোক এবং তাঁর সদকায় আমাদের ক্ষমা হোক।
ঘটনা:-২
হযরত সায়্যিদুনা ওসমান ইবনে আবিল আস (রা:) এর গোলাম তাঁর নিকট আরজ করলেন, “হে আমার মুনিব! নৌকা চালাতে চালাতে আমার জীবনের একটা অংশ অতিবাহিত হয়েছে। আমি সমুদ্রের পানিতে একটা অবাক বিষয় অনুভব করেছি, যা আমার বিবেক মেনে নিতে অস্বীকার করছে।”
তিনি বললেন, ‘ওই আশ্চর্যজনক বিষয় কি?” আরজ করলো, “হে আমার মুনিবা প্রতি বছর একটা এমন রাতও আসে, যাতে সমুদ্রের পানি মিষ্টি হয়ে যায়।” তিনি গোলামকে বললেন, ‘এবার খেয়াল করো। যখনই পানি মিষ্ট হয়ে যায়, তখনই জানাবে।’ যখন রমজানের ২৭ তম রাত আসলো, তখন গোলাম মুনিবের দরবারে
আরজ করলো, ‘মুনিব! আজ সমুদ্রের পানি মিষ্টি হয়ে গেছে।” (রুহুল বয়ান, খন্ড ১০ম, পৃষ্ঠা ৪৮১)।

শবে কদরের নামাজ:
হযরত মা আয়েশা সিদ্দিকা (রাদিয়াল্লাহু তায়ালা আনহা) হতে বর্ণিত যে, নবী কারীম (সাল্লাল্লাহু আলায়হি ওয়াসাল্লাম) বলেছেন যে রমজান মাসের শেষ ১০ দিন বিজোড় রাত্রিগুলিতে শবে কদর অনুসন্ধান করো। (বোখারী শরীফ)।
রমজান মাসের শেষ ১০ তারিখের বিজোড় রাত্রিগুলি যেমন ২১,২৩,২৫,২৭,ও ২৯ তারিখের যে কোন একটি রাত্রিতে শবে কদর হয়ে থাকে। ইমামে আযম (রহমাতুল্লাহআলায়হি রাদিয়াল্লাহুআনহু)-এর মতে ২৭ রাত্রি শবে কদর। এই রাত্রে কোরআন শরীফ তেলাওয়াত করা, দোয়ায়ে ইস্তেগফার করা, দরুদ শরীফ পড়া, অতি মাত্রায় নফল নামাজ পড়া উচিৎ। এই রাত্রির ইবাদত হাজার মাসের ইবাদত হতেও উত্তম। এই শবে কদর রাতে সূরা ইখলাস অর্থাৎ ঞকুলহুআল্লাহ সহকারে নফল নামাজ পড়ে তার পূর্ব ও পরের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হয়। নফল নামাজ যে ভাবে মনে করবে পড়তে পারে। শবে কদর রাত্রে নফল নামাজ পড়ার নিয়ম চার রাকায়াত নফল নামাজ এ ভাবে পড়বে যে প্রত্যেক রাকায়াতে সূরা ফাতিহার পর সূরা ক্বদর ৩ বার এবং সূরা এখলাস ৫০ বার তবে আল্লাহ তায়ালা তার দোয়া কবুল করবেন। অসীম নিয়ামত দান করবেন এবং সমস্ত গোনাহ মাফ করে দিবেন। আবার যে ব্যক্তি শবে কদরের দুই রাকায়াত নামাজ এ ভাবে পড়ে যে প্রত্যেক রাকায়াতে সূরা ফাতিহার পর ৭ বার সূরা এখলাস পাঠ করবে। সালাম ফিরার পর ৭০ বার আসতাগফিরুল্লাহা ওয়া আতুবু ইলায়হি। পাঠ করবে তবে তাকে এবং তার পিতা মাতাকে আল্লাহ মাফ করবেন। এই রাত্রে যদি ২০ রাকায়াত নামাজ এভাবে পড়ে যে প্রত্যেক রাকায়াতে সূরা ফাতিহার পর ২১ বার সূরা এখলাস পাঠ করে সে এই ভাবে গোনাহ হতে পাক হবে যেন এখনই ভূমিষ্ট হলো। শবে কদর ইবাদতের রত্রি এই রাত্রে ইবাদত করেই কাটাবে। (ফায়জানে সুন্নাত)।

শবে কদেরর নামাজের নিয়ত:
নাওয়াইতু আন্ উসাল্লিয়া লিল্লাহি তাআ’লা রাকআতাই সালাতি লায়লাতিল ক্বাদরি মুতাওয়জ্জিহান ইলা-জিহাতিল কা’বাতিশ শারিফাতি আল্লাহু আকবার। অথবা শবে কদরের দুই রাকায়াত নফল নামাজ পড়িতেছি বলে নিয়্যত করিবে।
আল্লাহ্ পাক আমাদের এই রাতে বেশি বেশি ইবাদত বন্দেগী করার তাওফিক দান করুক। আমিন।।

গাজী মুহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির, ধর্ম ও সমাজ সচেতন লেখক, ধর্মীয় অনুষ্ঠান উপস্থাপক ও চেয়ারম্যান – গাউছিয়া ইসলামিক মিশন, কুমিল্লা।

error: ধন্যবাদ আপনাকে!