কুবি প্রতিনিধি
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) বঙ্গবন্ধু কাপ আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা-২০২৩ এর ফাইনাল খেলায় আইন বিভাগ কে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে প্রত্নতত্ত্ব বিভাগ। সোমবার (২ অক্টোবর) বিকাল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।
নির্ধারিত ৫০ মিনিটের ফাইনাল খেলার শুরুতেই দুই দল আক্রমণাত্মক খেলতে থাকে। হাফ টাইমের আগে উভয় দলের গোল সংখ্যা শূন্য থাকলে হাফ টাইমের পরে গোলের দেখা পায় প্রত্নতত্ত্ব বিভাগ। ম্যাচের প্রথম গোল আসে প্রত্নত্তত্ব বিভাগের খেলোয়াড় সাকিবের পা থেকে। পরবর্তীতে ইকরাম হোসেনের গোলের মাধ্যমে গোল ব্যবধান দ্বিগুণ হয় এবং দলের জয় নিশ্চিত হয়।
খেলা শেষে চ্যাম্পিয়ন, রানার্স আপসহ বিজয়ীদের মঝে পুরষ্কার বিতরণ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন।
এসময় উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো: আসাদুজ্জামান, বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া পরিচালনা কমিটির আহ্বায়ক মোহাম্মদ আইনুল হক, প্রক্টর(ভারপ্রাপ্ত) কাজী ওমর সিদ্দিকীসহ প্রক্টরিয়াল বড়ির সদস্যসহ বিভিন্ন বিভাগের শিক্ষক- শিক্ষার্থীরা।