চৌদ্দগ্রাম প্রতিনিধি :
কুমিল্লার চৌদ্দগ্রামে রাতের আঁধারে তীব্র শীতে ঘুরে ঘুরে শ্রমজীবি মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নূরুল আমিন।
শুক্রবার রাতে উপজেলার বাতিসা বাজার এলাকায় কম্বল পেয়ে খুশি শ্রমজীবি নারী ও পুরুষ।
জানা গেছে, গত কয়েকদিন ধরে সারাদেশের ন্যায় চৌদ্দগ্রাম পৌরসভাসহ উপজেলার তের ইউনিয়নের বিভিন্ন এলাকায় তীব্র শীতে জনজীবিন বিপর্যস্ত হয়ে উঠেছে। কাজের সন্ধানে বের হতে পারছে না শ্রমজীবি নারী ও পুরুষরা। শুক্রবার রাতে ঘুরে ঘুরে শ্রমজীবি মানুষের কল্যাণে কম্বল বিতরণ করেছেন ইউএনও মোঃ নূরুল আমিন।
বিবি মরিয়ম নামের শ্রমজীবি এক নারী বলেন, ‘গরীব হওয়ায় কম্বল ক্রয় করার টাকা নেই। কয়েকদিনের ঠান্ডায় কাঁতর হয়েছিলাম। শুক্রবার রাতে ইউএনও স্যার একটি কম্বল দিয়েছেন। এবার অন্তত একটু আরাম পাবো’।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নূরুল আমিন বলেন, ‘ঠান্ডায় শ্রমজীবি মানুষ অনেক কষ্ট সহ্য করছে। তাই রাতে শ্রমজীবি নারী ও পুরুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে’।