ডাক্তার পদবী ব্যবহার করে প্রতারণা ও পূর্ব মূল্যে তেল মোড়কজাত করায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা

নাজমুল সবুজ।।
ডাক্তার না হ‌য়েও ডাক্তার ও ডে‌ন্টিস্ট পদবী ব্যবহার ক‌রে ভোক্তা‌দের সা‌থে মিথ্যা বিজ্ঞাপন দি‌য়ে প্রতারণা এবং সরকার নির্ধা‌রিত রেট না মে‌নে পূ‌র্বের ব‌র্ধিত দা‌মে তেল মোড়কীকরণ করার অ‌ভি‌যো‌গে কুমিল্লায় দুইটি প্রতিষ্ঠানকে এক লক্ষ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্ত‌রের কু‌মিল্লা জেলা কার্যাল‌য়।
সোমবার কুমিল্লার লাকসাম উপ‌জেলার বিজরা বাজার এলাকায় বি‌শেষ তদার‌কি অ‌ভিযান প‌রিচালনা করে এই জরিমানা করা।

অভিযানে সরকার রির্ধা‌রিত সয়া‌বিন তে‌লের রেট‌ না মে‌নে পূ‌র্বের ব‌র্ধিত দা‌মের স্টিকার মে‌রে সয়া‌বিন তেল বোতলজাত ও মোড়কজাত করায় প্রাইম ব্রা‌ন্ডের ইউ‌নি প্রাইম কনজুমার ফুড‌কে ৫০ হাজার টাকা জ‌রিমানা করা হয় এবং ৮ হাজার ব‌র্ধিত দা‌মের মোড়ক পু‌ড়ি‌য়ে ধ্বংস করা হয়। এছাড়াও বিজরা বাজা‌রের সেবা ডেন্টাল কেয়ারের সত্ত্বা‌ধিকারী ডাক্তার না হ‌য়েও ডাক্তারের ও ডে‌ন্টিস্ট পদবী ব্যবহার ক‌রে ভোক্তা‌দের সা‌থে মিথ্যা বিজ্ঞাপন দি‌য়ে প্রতারণা এবং চি‌কিৎসার কা‌জে মেয়াদ উত্তীর্ণ ঔষধ ও রিএ‌জেন্ট ব্যবহার করায় উক্ত প্রতিষ্ঠা‌নের সত্ত্বা‌ধিকারী আ: খা‌লেক‌কে ৫০ হাজার টাকা জ‌রিমানা করা হয় এবং মিথ্যা বিজ্ঞা‌প‌নের ২ হাজার প্যাড ধ্বংস করা হয়।

অধিদপ্তরের সহকারী প‌রিচালক মো: আছাদুল ইসলাম জানান, প্রাইম কনজুমার ফুড স‌রকার নির্ধা‌রিত ১৮৫ টাকার এক লিটার তেল ১৯০ টাকা লি‌খে, ৩৭০ টাকার ২ লিটারের তেল ৩৮০ টাকা লিখে এবং ৯১০ টাকার ৫ লিটা‌রের তেল ৯২০ টাকা লি‌খে পূর্বের মূল্যে মোড়কজাত করায় জরিমানা করা হয়। এছাড়াও ডাক্তার না হ‌য়েও ডাক্তারের ও ডে‌ন্টিস্ট পদবী ব্যবহার ক‌রে প্রতারণা এবং চি‌কিৎসার কা‌জে মেয়াদ উত্তীর্ণ ঔষধ ও রিএ‌জেন্ট ‌ব্যবহার করায় একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।