ধানের শীষ প্রতীক বিজয় করতে দলবদ্ধভাবে কাজ করতে হবে —দেবিদ্বারে মঞ্জু মুন্সী

দেবিদ্বার প্রতিনিধি:
ধানের শীষ প্রতীককে বিজয়ী করতে হলে সকলকে দলবদ্ধভাবে মাঠে কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির মনোনীত প্রার্থী ও সাবেক চারবারের সংসদ সদস্য আলহাজ্ব ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী।
বৃহস্পতিবার বিকেলে দেবিদ্বার পৌরসভা এলাকার মরিচাকান্দা জিয়া স্মৃতি আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির নির্বাচনী প্রচারণা ও উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, “আপনারা কেন বিএনপিকে ভোট দেন? কারণ আমরা স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ লালন করি, তাই ধানের শীষ প্রতীকে ভোট দিই এবং বিএনপি করি।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপি নেতা মোঃ সুলতান আহমদ এবং সঞ্চালনা করেন মোঃ বিল্লাল হোসেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার রেজবিউল আহসান মুন্সী।

আরো বক্তব্য রাখেন দেবিদ্বার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন ভুলু পাঠান, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সাহাজ উদ্দিন (সাজু), উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি সুধন ডিলার, উপজেলা বিএনপির (প্রস্তাবিত) সাংগঠনিক সম্পাদক মোঃ নজরুল ইসলাম, কুমিল্লা উত্তর জেলা মহিলা দলের সভাপতি সুফিয়া বেগম, দেবিদ্বার পৌর বিএনপির (প্রস্তাবিত) নেতা মোঃ নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক (প্রস্তাবিত) মোঃ হারুন রশীদ মাস্টার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আঃ রহিম, যুবদলের সাবেক আহ্বায়ক আঃ রহমান, সাবেক যুগ্ম আহ্বায়ক গাজী রুহুল সালাউদ্দিন (চেয়ারম্যান), রসুলপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ডাঃ আবদুল আউয়াল, সাধারণ সম্পাদক জালাল উদ্দীন ভূইয়া, পৌর বিএনপির (প্রস্তাবিত) যুগ্ম সাধারণ সম্পাদক নুর আহম্মদ, ১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ রহিম।

এ ছাড়া উপস্থিত ছিলেন, ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি প্রফেসর কবির আহমেদ, সাধারণ সম্পাদক মোঃ ওয়াসিম, সাবেক ছাত্রদল নেতা আতিকুর রহমান, পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইউছুফ রাজ, সাবেক ছাত্রদল নেতা জামাল হোসেন, জহির প্রমুখ।