এস ডি দেলোয়ার হোসেন,সদর দক্ষিণ।।
কুমিল্লার সদর দক্ষিণে পল্লী বিদ্যুতের কনস্ট্রাকশন ফার্মের ক্রেন উল্টে চাপা পড়ে হেদায়েত উল্লাহ(৩৫) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। তিনি পাশের লালমাই উপজেলার দক্ষিণ চনগাঁও গ্রামের আবদুল লতিফের ছেলে। আহত হন আরো পাঁচজন শ্রমিক। মঙ্গলবার সকালে সদর দক্ষিণের মোহনপুর গ্রামে এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র ও বারপাড়া ইউনিয়নের চেয়ারম্যান সেলিম আহমেদ জানান, কনস্ট্রাকশন ফার্মের ক্রেন খুঁটি বসানোর জন্য শ্রমিক নিয়ে কুমিল্লা-নোয়াখালী রেল লাইনের নিকট যাচ্ছিলো। মোহনপুর এসে ক্রেন উল্টে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে চাপা পড়ে ছয়জন শ্রমিক। তাদের মধ্যে পাঁচজনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়। নিহত হেদায়েত উল্লাহ দীর্ঘকক্ষণ চাপা পড়ে থাকে। পুলিশ ও ফায়ার সার্ভিস গিয়ে লাশ উদ্ধার করে। তবে পাঁচ ঘন্টায়ও ক্রেন উদ্ধার করা যায়নি।
পল্লী বিদ্যুতায়ন বোর্ড কুমিল্লা প্রকল্পের নির্বাহী প্রকৌশলী আবদুল হান্নান জানান, কুমিল্লা-নোয়াখালী রেল লাইনের নিকট খুঁটি বসানোর জন্য ক্রেনটি যাচ্ছিলো। প্রাথমিক ভাবে জেনেছি চালকের অসতর্কতায় এই দুর্ঘটনা ঘটে। একজন শ্রমিক নিহত ও পাঁচজন আহত হয়েছেন।