কুমিল্লায় এ্যাডভোকেট আবুল কালাম হত্যা মামলার আসামী মো. লিয়াকত আলীর মৃত্যু

মুহাম্মদ রকিবুল হাসান।।
কুমিল্লায় চঞ্চল্যকর এ্যাডভোকেট আবুল কালাম আজাদ হত্যা মামলার অন্যতম আসামী মো: লিয়াকত আলী আজ রবিবার (০৯-০২-২৫) ভোর ৫ ঘটিকায় কুমিল্লা একটি বেসরকারী হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লা কোতোয়ালি থানার ওসি মহিনুল ইসলাম।

মোঃ লিয়াকত আলী গত ৫ই আগস্ট এর পর থেকে পরিবারসহ পলাতক ছিলেন বলে জানায় স্থানীয়রা। গুঞ্জন শোনা গিয়েছিল তিনি পরিবার সহ ভারতে পালিয়ে গিয়েছেন। তিনি ছিলেন নগরীর ৫ নং ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি। তার পৈত্রিক নিবাস ছিল কুমিল্লা ক্যান্টনমেন্ট সংলগ্ন বড় আলমপুর গ্রামে। গত ৩রা ফেব্রুয়ারি একদল বিক্ষুব্ধ জনতা তার অবস্থান জানতে পেরে নগরীর ছোটরার একটি ভাড়া বাড়িতে আক্রমণ করে, আক্রমণ থেকে পালাতে গিয়ে মারাত্মক আহত হন তিনি। পরে তাকে কুমিল্লা ট্রমা সেন্টার হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান। সেখানে অস্ত্রোপচার শেষে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। তিনি ছাড়াও এ্যাডভোকেট আবুল কালাম আজাদ হত্যা মামলার আসামি মৃত মো. লিয়াকত আলীর দুই ছেলে মঈনুল ইসলাম ও তৌহিদুল ইসলাম। এছাড়াও এ মামলায় আসামীরা হলেন সৈয়দ রায়হান আহমেদ, কালা বাচ্চু , রাজিব, সুমন , রকি। ৫ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি ছিলেন রাজীব এবং মঈনুল ইসলাম কুমিল্লা জেলা ছাত্রলীগের সাবেক প্রচার সম্পাদক।

এ বিষয়ে জানতে চাইলে মৃত মো. লিয়াকত আলীর সহধর্মিনী আসমা বেগম অশ্রু সিক্ত চোখে বলেন, আমার স্বামী ও সন্তাদের নামে মিথ্যা মামলা দেয়া হয়েছে, আমার স্বামীকে হত্যা করা হয়েছে , বাড়িঘর ভাঙচুর ও দোকান লুটপাট ও দখল করে নিয়েছে।

তিনি আরো বলেন, স্বামী হত্যার বিষয়ে থানাতে মামলা করতে গেলে কোতয়ালী মডেল থানা মামলা নিতে অস্বীকৃতি জানায়। সংশ্লিষ্ট থানায় যোগাযোগ করা হলে ওসি মহিনুল ইসলাম বলেন, তারা এখনো কোনো লিখিত অভিযোগ পাননি, পেলে ব্যবস্থা নিবেন।

error: ধন্যবাদ আপনাকে!