কুমিল্লায় পুলিশের পোশাক, হ্যান্ডকাফ ও অস্ত্রসহ ৫ ছিনতাইকারী গ্রেফতার

স্টাফ রিপোর্টার।।
কুমিল্লায় পুলিশ পরিচয়ে ডাকাতিসহ দুটি ছিনতাইয়ের ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে পুলিশের হ্যান্ডকাফ, পুলিশের পোশাক, জুতা, অস্ত্র, স্বর্ণের চুরি, মোবাইল ফোন, বিভিন্ন তালার ১১০ টি চাবি, তিনটি মোটরসাইকেল, একটি সিএনজি চালিত অটো রিকশা, একটি পিকআপ ভ্যান উদ্ধার করা হয়।

রোববার দুপুরে কুমিল্লা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের এ তথ্য জানান পুলিশ সুপার আব্দুল মান্নান।
তিনি জানান, সম্প্রতি কুমিল্লা নগরীর কয়েকটি স্থানে ছিনতাই এর ঘটনা ঘটেছে। যার মধ্যে একটি ঘটনায় পুলিশ পরিচয় ছিনতাই করা হয়। ঘটনার পর থেকেই পুলিশ বিষয়টি নিয়ে কাজ করছিল।

এই ছিনতাইয়ের ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের পুলিশ অভিযান চালিয়ে বিভিন্ন স্থান থেকে পাঁচজনকে গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে পুলিশের ব্যবহৃত পোশাক, হ্যান্ডকাপ, জুতা, অস্ত্র ও গুলিসহ বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো নগরীর মুরাদপুর এলাকার সুমন ও সুজন, উত্তর চর্থ এলাকার মোঃ হাসান, চাঁদপুর এলাকার রাশেদুল ইসলাম মাহি, এবং বরুড়া উপজেলার মুকুন্দপুর গ্রামের মোহাম্মদ রাকিব হাসান।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে একাধিক চুরি ছিনতাই ও ডাকাতি মামলা রয়েছে বলে জানায় পুলিশ।