স্টাফ রিপোর্টার।।
কুমিল্লায় ৩৩ লাখ টাকার ভারতীয় আমদানি নিষিদ্ধ বিভিন্ন প্রকার বাজি উদ্ধার করেছে বিজিবি। শুক্রবার ভোরে জেলার সদর উপজেলার শ্রীপুর থেকে পরিত্যক্ত অবস্থায় এসব বাজি উদ্ধার করা হয়।
কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল মীর আলী এজাজ, পিএসসি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, বিবির বাজার বিওপির আওতাধীন কটকবাজার পোষ্ট এর বিজিবির টহলদলের সদস্যরা শ্রীপুর এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় মালিক বিহীন অবস্থায় অবৈধ ভারতীয় বিভিন্ন প্রকার ১লাখ ৬৫ হাজার ২শ পিস বাজি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত বাজির আনুমানিক মূল্য ৩৩ লাখ টাকা।
জব্দকৃত মালামাল বিধি মোতাবেক কাস্টমস এ জমা করা হবে বলে জানিয়েছেন বিজিবি ।